S
এস বা S (ess /ˈɛs/,[১] বহুবচল esses[২]) ইংরেজি বর্ণমালার ১৯তম বর্ণ । এই বর্ণ ল্যাতিন বর্ণমালাতেও আsছে ।
ইতিহাস
সম্পাদনাফিনিশীয় "এস" Shin |
ইটুরিয়ান S |
গ্রীক Sigma |
---|---|---|
গ্রিক বর্ণমালায় এধরনের বর্ণ ছিলো না । তাই দন্ত্য থেকে "হিসহস' শব্দ উচ্চারণ করতে সিগমা বর্ণের ব্যবহার শুরু হয়েছে । তবে ল্যাতিন এবং ইটুরিয়ানরা এই বর্ণের ব্যবহার জানতো । আধুনিক বর্ণমালায় এই বর্ণটি প্রচুর ব্যবহৃত হচ্ছে ।
দীর্ঘ 'S'
সম্পাদনাচতুর্দশ শতকের দিকে ছোট 's' এর আকৃতি ছিলো 'ſ',যাকে দীর্ঘ এস বলা হত ।তারপরে বড় হাতের অক্ষর হিসেবে 'S' আকৃতির ব্যবহার করা হয় । লেখার সময় শব্দের শেষে 's' আকৃতিও ব্যবহার করা হয় ।
ধারণা করা হয় যে লন্ডনের মুদ্রাকর জন বেল (১৭৪৫-১৮৩১) আধুনিক 'ſ' এর পরিবর্তে " s" জনপ্রিয় করেন । ১৭৮৫ সালে তিনি প্রাথমিক ভাবে ব্রিটিশ থিয়েটারেও এই আকৃতি ব্যবহার শুরু করেন ।কয়রক বছরের মধ্যে তার বিষদ ব্যবহার শুরু হয় । একই বছর তার সম্পাদনায় সেক্সপিয়র সমগ্রে এই দাবী করেন যে " 'ſ' এই আকৃতির পরিবর্তে "s" আকৃতি ব্যবহার করা উচিত,এতে ভুল কম হয় ।"[৩] এভাবে জন বেল নতুন আকৃতির প্রচার শুরু করেন বিভিন্ন প্রকাশনার মাধ্যমে এবং তা ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠতে থাকে । বেল "দ্যা ওয়ার্ল্ড" নামে সংবাদপত্র শুরু করেন এবং এতে বলা হয় , "পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে ।সংখ্যা ১,সোমবার,পহেলা জানুয়ারি,১৭৮৭" আধুনিক যুগে এই বর্ণটি বহুল ব্যবহৃত বর্ণের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ।
প্রাপ্ত চিহ্ন,প্রতীক বা সংক্ষিপ্ত রূপ
সম্পাদনা- $ : ডলার চিহ্ন
- ₷ : স্পেসমিলো
- § : খন্ড চিহ্ন
- ℠ : সার্ভিস মার্ক প্রতীক
- ∫ : সমাকলন প্রতীক
অন্যান্য বর্ণমালায় সমগোত্রীয় শব্দ
সম্পাদনা- 𐤔 : সেমেটিক বর্ণ Shin,সেই বর্ণ থেকে নিম্নোক্ত বর্ণ এসেছে
- Σ σ : গ্রিক বর্ণ সিগমা,এখান থেকে নিম্নোক্ত বর্ণের আবির্ভাব
- Ⲥ ⲥ : কপটিক বর্ণ সিমা
- С с : সিরিলিক বর্ণ এস
- 𐌔 : পুরাতন ইতালীয় বর্ণ S, এখান থেকেই আধুনিক S এসেছে
- ᛊ, ᛋ, ᛌ : পুরাতন ইতালীয় বর্ণ S থেকে রুনিক বর্ণ সোইলো এসেছে
- 𐍃 : গোথিক বর্ণ সিজিল
- Σ σ : গ্রিক বর্ণ সিগমা,এখান থেকে নিম্নোক্ত বর্ণের আবির্ভাব
কম্পিউটারের কোড
সম্পাদনাঅক্ষর | S | s | ||
---|---|---|---|---|
ইউনিকোড নাম | লাতিন বড় হাতের অক্ষর S | লাতিন ছোট হাতের অক্ষর S | ||
এনকোডিং | দশমিক | হেক্স | দশমিক | হেক্স |
ইউনিকোড | 83 | U+0053 | 115 | U+0073 |
ইউটিএফ-৮ | 83 | 53 | 115 | 73 |
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র | S | S | s | s |
অ্যাস্কি ১ | 83 | 53 | 115 | 73 |
- ১ এছাড়াও DOS, উইন্ডোজ, আইএসও-৮৮৫৯ এবং এনকোডিংগুলির ম্যাকিনটোশ পরিবারসহ আসকি ভিত্তিক এনকোডিংগুলির জন্য।
অন্যান্য উপস্থাপনা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ যৌগিক শব্দে 'es'- বানা করা হয়
- ↑ "S", Oxford English Dictionary, 2nd edition (1989); Merriam-Webster's Third New International Dictionary of the English Language, Unabridged (1993); "ess," op. cit.
- ↑ Stanley Morison, A Memoir of John Bell, 1745–1831 (1930, Cambridge Univ.