.আইএল
অবয়ব
(.il থেকে পুনর্নির্দেশিত)
প্রস্তাবিত হয়েছে | ২৪ অক্টোবর ১৯৮৫ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | ইসরায়েল ইন্টারনেট এসোসিয়েশন |
প্রস্তাবের উত্থাপক | ইন্টারনেট সোসাইটি অব ইসরায়েল |
উদ্দেশ্যে ব্যবহার | ইসরায়েল-এর সাথে যুক্ত সত্বা |
বর্তমান ব্যবহার | ইসরায়েলে জনপ্রিয় |
নিবন্ধকৃত ডোমেইনসমূহ | ২৮৫,০৬০ (২০২৩-৮-১৯)[১] |
নিবন্ধনের সীমাবদ্ধতা | ২য়-স্তরের ডোমেইন নিবন্ধ কোনটির মধ্যে রয়েছে তার উপর ভিত্তি করে সীমাবদ্ধতা পরিবর্তিত হয়; রেজিস্ট্রি স্ক্রীন এবং অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে |
কাঠামো | দ্বিতীয় স্তরের ধাপগুলোর পরে তৃতীয় স্তরে নিবন্ধন প্রযোজ্য; সরাসরি .আইএল ডোমেইন নামে দ্বিতীয় স্তরে নিবন্ধন প্রযোজ্য নয় |
নথিপত্র | নিবন্ধন নীতিমালা |
বিতর্ক নীতিমালা | উপদেষ্টা কমিটির মাধ্যমে ঐচ্ছিক বিরোধ নিষ্পত্তি |
ওয়েবসাইট | en |
ডিএনএসসেক | হ্যাঁ |
.আইএল, মূলে .il হচ্ছে ইসরায়েলের ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। এটি ইসরায়েল ইন্টারনেট অ্যাসোসিয়েশন দ্বারা শাসিত এবং নিক-ইসরায়েল দ্বারা পরিচালিত।[২][৩]
.আইএল টপ-লেভেল ডোমেইন হল প্রাচীনতম নিবন্ধিত সিসিটিএলডি গুলির মধ্যে অন্যতম৷ এটি ২৪ অক্টোবর ১৯৮৫-এ যখন ইসরাইল এটি নিবন্ধন করে,[২] তখন এটি ছিল .ইউএস[৪] এবং .ইউকে[৫]-এর পরে বিশ্বের তৃতীয় নিবন্ধিত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statistics"। Israel Internet Association। ২০২৩-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ ক খ IANA's Delegation Record, at the bottom of the page.
- ↑ "About Us"। Israel Internet Association - ISOC-IL। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- ↑ "Delegation Record for .US"। IANA। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।
- ↑ "Delegation Record for .UK"। IANA। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪।