আর্দেশির তারাপোরে
আর্দেশির বুরজোরজি তারাপোরে | |
---|---|
জন্ম | মুম্বাই, বোম্বে প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত | ১৮ আগস্ট ১৯২৩
মৃত্যু | ১৬ সেপ্টেম্বর ১৯৬৫† চৌন্ডা, পাকিস্তান | (বয়স ৪২)
আনুগত্য | হায়দ্রাবাদ স্টেট ভারত |
সেবা/ | হায়দ্রাবাদ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৪০–১৯৫১ (হায়দ্রাবাদ সেনাবাহিনী) ১৯৫১–১৯৬৫ (ভারতীয় সেনাবাহিনী) |
পদমর্যাদা | লেফট্যানেন্ট কর্ণেল |
সার্ভিস নম্বর | IC-5565[১][২] |
ইউনিট | হায়দ্রাবাদ লান্সার্স পুনা হর্স |
যুদ্ধ/সংগ্রাম | ব্যাটেল অফ চৌন্ডা |
পুরস্কার | পরমবীর চক্র |
লেফটেন্যান্ট কর্নেল আর্দেশির বুরজোরজি তারাপোরে, পিভিসি (১৯ আগস্ট ১৯২৩- ১৬ সেপ্টেম্বর ১৯৬৫), তিনি ভারতীয় সেনাবাহিনীতে একজন কর্মকর্তা এবং বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার পরমবীর চক্রের প্রাপক ছিলেন। পুনেতে পড়াশোনা শেষ করার পরে তারাপুর হায়দরাবাদ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৪২ সালের জানুয়ারিতে কমিশন লাভ করেন। প্রথমদিকে তিনি পদাতিক বাহিনীতে যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তাকে একটি সাঁজোয়া রেজিমেন্টে স্থানান্তর করা হয়, প্রথম হায়দরাবাদ ইম্পেরিয়াল সার্ভিস ল্যান্সার্স । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারাপোর মধ্য প্রাচ্যে পদক্ষেপ গ্রহণ করেছিল।
১৯৪৮ সালে হায়দরাবাদ রাজ্য ভারতের অধিভুক্ত হওয়ার পরে তারাপোরকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য নির্বাচিত করা হয়েছিল। ১৯৫১ সালের এপ্রিল মাসে তাকে আবার কমিশন দেওয়া হয় এবং ১৭ তম ব্যাটালিয়নের পুনা হর্স রেজিমেন্টে পোস্ট করা হয়। পরে তিনি সেঞ্চুরিয়ান ট্যাঙ্কে যুক্তরাজ্যের একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছিলেন। ১৯৬৫ -এর ভারত-পাকিস্তান যুদ্ধের সময়, ১৭ পুনা হর্স শিয়ালকোট সেক্টরে কাজ করেছিল । তারাপুর ১১ টির মধ্যে বেশ কয়েকটি ট্যাঙ্ক যুদ্ধে রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিল ১৬ সেপ্টেম্বরে বুটুর-ডোগ্রান্দিতে এই জাতীয় যুদ্ধে নিহত হয়েছিল । তার নেতৃত্বে রেজিমেন্টটি ষাট পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করেছিল, এবং ভারতীয়রা নয়টি লোকসানের মুখোমুখি হয়েছিল।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]আর্দেশির বুর্জোরজি তারাপুর ১৮ আগস্ট ১৯২৩ বোম্বেতে -এ জন্মগ্রহণ করেছিলেন। তারাপোরের পূর্বপুরুষ রতঞ্জিবা ছিলেন ছত্রপতি শিবাজীর অধীনে সামরিক নেতা। "তারাপোরে" পরিবারের পারিবারিক নাম ছিল মহারাষ্ট্রের তারাপুর গ্রামের নাম থেকেে। এটি ছিল রতঞ্জিবার দায়িত্বে থাকা নেতৃস্থানীয় গ্রাম। পরবর্তীতে,তারাপোরের দাদু হায়দ্রাবাদের নিজামের অধীনে শুল্ক ও আবগারি বিভাগের কাজ শুুরু করেন । [৩] তাঁর বাবা বিপি তারাপোরে [৪] ফারসি ও উর্দু ভাষার পণ্ডিত ছিলেন; তিনি একই শুল্ক ও আবগারি বিভাগের হয়ে কাজ করেছেন। [৩]
তারাপোরে সাত বছর বয়সে পুনের সর্দার দস্তুর বয়েজ বোর্ডিং স্কুলে যোগদান করেন। তিনি একাডেমিক বিষয়ে ভাল করতে পারেননি, তবে একজন ভাল ক্রীড়াবিদ ছিলেন। তিনি ১৯৪০ সালে তাঁর স্কুল শেষ করেন, এবং সে বছর স্কুল অধিনায়ক ছিলেন। তিনি হায়দ্রাবাদ সেনাবাহিনীতে কমিশনের জন্য আবেদন করার অল্প সময় পরেই, [৩] নির্বাচিত হন। তিনি অফিসার্স ট্রেনিং স্কুল (ওটিএস) গোলকোন্ডা এবং ওটিএস বেঙ্গালুরুতে প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছেন। ১৯৪২ সালের ১ লা জানুয়ারিতে তিনি দ্বিতীয় লেফটেন্যান্ট হিসাবে ৭ তম হায়দরাবাদ পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেছিলেন । [৩]
সামরিক ক্যারিয়ার
[সম্পাদনা]"আদি" নামে খ্যাত, [৩] আর্দেশির তারাপোরে পদাতিক বাহিনীতে যোগদান করতে অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি একটি সশস্ত্র রেজিমেন্টে যোগ দিতে চেয়েছিলেন। হায়দরাবাদ রাজ্য বাহিনীর তৎকালীন কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সৈয়দ আহমেদ এল এড্রোস যখন তাঁর ব্যাটালিয়নটি পরীক্ষা করছিলেন, তখন একটি লাইভ-গোলাবারুদ প্রশিক্ষণ মহড়ার সময় একটি লাইভ গ্রেনেড দুর্ঘটনাক্রমে উপসাগর অঞ্চলে পড়ে যায়। তারাপোরে তাড়াতাড়ি এটিকে তুলে ফেলে ফেলে দিয়েছিলেন। গ্রেনেডটি বিস্ফোরিত হয়েছে মধ্য বায়ুতে তার বুুু জখমী হয়েছিল। মেজর জেনারেল এড্রোস তার ক্রিয়াকলাপ প্রত্যক্ষ করেছিলেন এবং মুগ্ধ হন। তিনি তারাপোরকে তাঁর কার্যালয়ে ডেকে অভিনন্দন জানান। তারাপোরে সশস্ত্র রেজিমেন্টে স্থানান্তর করার অনুরোধ করার সুযোগ নিয়েছিল। জেনারেল সম্মত হন এবং তাকে ১ ম হায়দরাবাদ ইম্পেরিয়াল সার্ভিস ল্যান্সার্সে স্থানান্তরিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারাপোরে এবং তার ইউনিট মধ্য প্রাচ্যে ক্রিয়াকলাপ দেখিয়েছিল। [৩]
১৯৪৮ সালে অপারেশন পোলোর ফলস্বরূপ, হায়দরাবাদ ভারতীয় ইউনিয়নের সাথে মিশে যায় এবং এর বাহিনী অবশেষে ভারতীয় সেনাবাহিনীতে সংহত হয়। তারাপোরকে ভারতীয় সেনাবাহিনীর জন্য নির্বাচিত করা হয়েছিল এবং তিনি ক্যাপ্টেন হিসাবে কমিশন লাভ করেছিলেন ১৯৫১ সালের ১ লাা এপ্রিল। [৩] [ক] তিনি প্রথম দুই বছরের জন্য পুনা হর্স রেজিমেন্টের ১৭ তম ব্যাটালিয়নের 'বি' স্কোয়াড্রনে প্রবেশন হিসাবে পোস্ট হন এবং পরে 'এ' স্কোয়াড্রনে সেকেন্ড-ইন-কমান্ড হিসাবে স্থানান্তরিত হন । [৩] [৬] [৭] ১৯৬০ এর দশকের গোড়ার দিকে ভারত সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক অর্জন করেছিল [৭] এবং তারাপোর ছিলেন যুক্তরাজ্যের একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে নির্বাচিত অফিসারদের একজন। [৩] ১৯৫৮ সালের ১ জানুয়ারি তিনি মেজর পদে পদোন্নতি পেয়েছিলেন এবং [৮] এবং ১৯৬৫ সালের ১০ ই জুন লেফটেন্যান্ট-কর্নেল পদে পদোন্নতি পেয়েছিলেন। [৯]
চৌন্ডার যুদ্ধ
[সম্পাদনা]১৯৬৫ সালের এপ্রিলের শুরুতে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে একের পর এক লড়াই চালিয়ে যায়। আগস্টে, পাকিস্তান অপারেশন জিব্রাল্টার কাশ্মীরে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা করেছিল। ৫ আগস্ট, পাকিস্তানি সেনারা কাশ্মীরি স্থানীয়দের পোশাক পরে এলওসি পেরিয়ে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমান। [১০] স্থানীয়রা পাকিস্তানি সেনাদের উপস্থিতির কথা জানার পরে, ভারতীয় সেনাবাহিনী বেশ কিছু ছদ্মবেশী পাকিস্তানি সেনাকে ধরে ফেলল এবং অনুপ্রবেশের অপারেশনটিকে ব্যর্থ করে দেয়। [১১] 1 সেপ্টেম্বর, পাকিস্তান অপারেশন গ্র্যান্ড স্ল্যাম নামে একটি পাল্টা আক্রমণ শুরু করে, যাতে গুরুত্বপূর্ণ সৈন্যবাহিনী ভারতীয় সেনাদের সরবরাহের পথগুলি বন্ধ করে দেয়। এই পরিকল্পনাটি শেষ পর্যন্ত ভারতীয় সেনারা বানচাল করে দেয়। [১২] পরে সেপ্টেম্বর, ভারতীয় বাহিনী ১৯৬৫- এর ভারত-পাকিস্তান যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করে র্যাডক্লিফ লাইনটি অতিক্রম করে। [১৩]
শিয়ালকোট সেক্টর দখল করার দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্ডিয়ান আই কর্পসকে । [৩] পুুনা হর্স প্রথম কর্পোরেশন সংযুক্ত বিভাগের একটি অংশ ছিল। [১৪] এটি লাহোর থেকে শিয়ালকোটকে বিচ্ছিন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ১১ সেপ্টেম্বর ১৯৬৫ সালের পুুনা হর্স ফিলোড়ায় আক্রমণ শুরু করে। পাকিস্তানীদের অবাক করে দেওয়ার জন্য পিছন থেকে ফিলোড়াকে আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেজিমেন্ট, লেফটেন্যান্ট কর্নেল তারাপোরের আদেশে চৌন্ডা থেকে ফিলোরা আক্রমণ হয়েছিল, এটা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সম্মুখীন হতে হয় উজিরওয়ালি থেকে। তারাপোর তার মাঠ ধরে এবং শত্রুর ট্যাঙ্ক এবং কামানের আগুনে ফিলোড়ায় আক্রমণ করেছিল। তিনি আহত হওয়ার পরেও সরিয়ে নিতে অস্বীকার করেন। তাঁর রেজিমেন্ট সফলভাবে ১৪ সেপ্টেম্বর উজিরওয়ালি দখল করে । ১৬ তম দিনে তারা ৮ গাড়ওয়াল দ্বারা সমর্থিত, ৯ ডোগরা, [৪] এবং বুটুর-ডোগরান্দি দ্বারা সমর্থিত জাসোসরন দখল করতে অগ্রসর হয়েছিল। [৩] পরবর্তী যুদ্ধে তার ট্যাঙ্কটি বেশ কয়েকবার আঘাত হয়েছিল। তারাপোর মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং আহত হয়ে তিনি মারা যান। তার নেতৃত্বে রেজিমেন্টটি ষাটটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করেছিল, [৪] এবং ভারতীয়রা নয়টি লোকসানের মুখোমুখি হয়েছিল। [৪] একটি বিবরণ অনুসারে, তাঁর শেষকৃত্য সম্পাদনের সময় পাকিস্তানি ট্যাঙ্কগুলিতে আগুন লেগেছিল।
পরমবীর চক্র
[সম্পাদনা]আহত অবস্থায় রেজিমেন্টের নেতৃত্ব দেওয়ার জন্য এবং পাকিস্তানের পক্ষ থেকে উল্লেখযোগ্য ট্যাঙ্ক ক্ষতিগ্রস্থ করার জন্য তারাপোরেকে মরণোত্তর পরমবীর চক্র দ্বারা ভূষিত করা হয়, [৩] ১১ সেপ্টেম্বর ১৯৬৫ সালে। সরকারী উদ্ধৃতি পাঠ:
মন্তব্য
[সম্পাদনা]- ↑ Chakravorty 1995, পৃ. 77।
- ↑ "Lt Col Ardeshir Burzorji Tarapore"। Gallantry Awards, Ministry of Defence। Government of India। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ Cardozo 2003।
- ↑ ক খ গ ঘ Chakravorty 1995।
- ↑ Arunav Sinha (২ অক্টোবর ২০১৫)। "Pak tanks stopped shelling as mark of respect to my father"। The Times of India। Bennett, Coleman & Co. Ltd.। ১৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮।
- ↑ Reddy 2007।
- ↑ ক খ Bajwa 2008।
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ২৪ মে ১৯৫৮। পৃষ্ঠা 115।
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ১১ মার্চ ১৯৬৭। পৃষ্ঠা 178।
- ↑ Bajwa 2013।
- ↑ Major General P. K. Chakravorty (retd.); Brigadier Gurmeet Kanwal (retd.) (২০১৫)। "Operation Gibraltar An Uprising that Never Was" (পিডিএফ)। July-September 2015 (English ভাষায়)। Institute for Defence Studies and Analyses: 33, 52। আইএসএসএন 0976-1004। ১৭ জুন ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
- ↑ Manoj Joshi (৬ সেপ্টেম্বর ২০১৫)। "Looking Back at the 1965 War, With a More Objective Eye"। The Wire। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
- ↑ Manimugdha S Sharma (২১ সেপ্টেম্বর ২০১৫)। "1965 battle: A war of perceptions India won"। The Times of India। Bennett, Coleman & Co. Ltd.। ৩০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
- ↑ Major General P. K. Chakravorty, VSM (retd.) (২০১৪)। "Battle of Asal Uttar: 1965 Indo-Pak War" (পিডিএফ)। Centre for Land Warfare Studies। পৃষ্ঠা 119। ১০ অক্টোবর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
আরও পড়া
[সম্পাদনা]- Rawat, Rachna Bisht (2014), The Brave: Param Vir Chakra Stories, Penguin Books India Private Limited, ISBN 978-01-4342-235-8