খুলনা-১
অবয়ব
খুলনা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | খুলনা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
খুলনা-২ → |
খুলনা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৯নং আসন।
সীমানা
[সম্পাদনা]খুলনা-১ আসনটি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা, দাকোপ উপজেলা, নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | পঞ্চানন বিশ্বাস | ৬৬,৯০৪ | ৬৪.৯ | +৩.১ | |
স্বতন্ত্র | ননি গোপাল মন্ডল | ৩৪,৫২৭ | ৩৩.৫ | প্র/না | |
জাতীয় পার্টি | সুনিল শুভা রায় | ১,৬৮২ | ১.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৩৭৭ | ৩১.৪ | +৪.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,০৩,১১৩ | ৪৪.৮ | −৪৪.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ননি গোপাল মন্ডল | ১,২০,৮০১ | ৬১.৮ | +৯.৯ | |
বিএনপি | আমীর এজাজ খান | ৬৮,৪২০ | ৩৫.০ | +৩.৬ | |
ইসলামী আন্দোলন | মোঃ আবু সাঈদ | ৫,৭৪৬ | ২.৯ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | শেখ মোঃ জাকির হোসেন | ৪১২ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫২,৩৮১ | ২৬.৮ | +৬.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৫,৩৭৯ | ৮৯.৭ | +৫.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | পঞ্চানন বিশ্বাস | ৭৮,৫৫২ | ৫১.৯ | ||
বিএনপি | আমীর এজাজ খান | ৪৭,৫২৩ | ৩১.৪ | ||
কমিউনিস্ট পার্টি | অচিন্ত কুমার বিশ্বাস | ১৮,৫১২ | ১২.২ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শেখ আবুল হোসেন | ৬,৫৬০ | ৪.৩ | ||
স্বতন্ত্র | শেখ আসাদুজ্জামান জালাল | ১১১ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,০২৯ | ২০.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৫১,২৫৮ | ৮৪.২ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনে দাড়ান: বাগেরহাট-১, খুলনা-৭ ও গোপালগঞ্জ-৩। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[১০][১১][১২] পঞ্চানন বিশ্বাস ১ সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচনে নির্বাচিত হন।[১৩]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ৬২,২৪৭ | ৫৩.৫ | +৫.৮ | |
কমিউনিস্ট পার্টি | অচিন্ত কুমার বিশ্বাস | ১৯,৩৯৮ | ১৬.৭ | -৬.৩ | |
বিএনপি | প্রফুল্ল কুমার মন্ডল | ১১,৯১০ | ১০.২ | -৪.৯ | |
স্বতন্ত্র | মোঃ ইসমাইল হোসেন | ১১,২৫০ | ৯.৭ | প্র/না | |
জাতীয় পার্টি | বিনয় কৃষ্ণ রায় | ৮,০৪৮ | ৬.৯ | -০.৭ | |
জামায়াতে ইসলামী | শেখ মোঃ আবু ইউসুফ | ২,৩০৮ | ২.০ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | আতাউর রহমান আতিক | ৭৭৫ | ০.৭ | প্র/না | |
জাসদ (রব) | এস এন মাসুম | ২৬০ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | কে এম ইদ্রিস আলী | ১৬৫ | ০.১ | -০.১ | |
স্বতন্ত্র | মোঃ আকরাম শেখ | ৬৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,৮৪৯ | ৩৬.৮ | +১২.২ | ||
ভোটার উপস্থিতি | ১,১৬,৪২৬ | ৮০.৪ | +১৪.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শেখ হারুনুর রশিদ | ৪৪,৮১২ | ৪৭.৭ | |||
কমিউনিস্ট পার্টি | অচিন্ত কুমার বিশ্বাস | ২১,৬৮৮ | ২৩.০ | |||
বিএনপি | এম নুরুল ইসলাম | ১৪,২০৩ | ১৫.১ | |||
জাতীয় পার্টি | বিনয় কৃষ্ণ রায় | ৭,১৬১ | ৭.৬ | |||
স্বতন্ত্র | আকরাম হাশেম শেখ | ৪,৮৬৬ | ৫.২ | |||
স্বতন্ত্র | এ ইউ আহমেদ | ৭২০ | ০.৮ | |||
জাকের পার্টি | মোঃ লুৎফর রহমান | ১৯৫ | ০.২ | |||
স্বতন্ত্র | সমর কান্তি হালদার | ১৫৬ | ০.২ | |||
জাসদ (সিরাজ) | নুরুজ্জামান শেখ | ১২৮ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মোল্লা লুৎফর রহমান | ৯৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,১৪৪ | ২৪.৬ | ||||
ভোটার উপস্থিতি | ৯৪,০০৪ | ৬৬.৩ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খুলনা-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Khulna-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "আ'লীগের দুর্গে দখল চায় বিএনপি"। সমকাল। ১২ ডিসেম্বর ২০১৮। ১৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে খুলনা-১
{{#coordinates:}}: প্রতি পাতায় একাধিক প্রাথমিক ট্যাগ থাকতে পারবে না