Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
Jump to content

Wn/bn/উইকিসংবাদ:আলোচনাসভা

Add topic
From Wikimedia Incubator
< Wn | bn

Wn > bn > উইকিসংবাদ:আলোচনাসভা
উইকিসংবাদ আলোচনাসভা

উইকিসংবাদের আলোচনাসভায় আপনাকে স্বাগতম। এই পাতাটি উইকিসংবাদ সংক্রান্ত সকল আলোচনার জন্য উন্মুক্ত। এখানে প্রশাসন সংক্রান্ত বা সংবাদ বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন। এখানে যে কেউ উইকিসংবাদ সংক্রান্ত যে কোন ধরনের যৌক্তিক আলোচনার সূত্রপাত করতে পারবেন। এছাড়াও পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন। দয়া করে চারটি টিন্ডা চিহ্ন (~~~~) যুক্ত করার মাধ্যমে আপনার মন্তব্যে স্বাক্ষর করুন। ধন্যবাদ।

আলোচনাসভা সংগ্রহশালা


নিবন্ধ নিরীক্ষা/পর্যালোচনার জন্য নতুন স্ক্রিপ্ট প্রস্তাব

[edit | edit source]

বাংলা উইকিসংবাদের নিবন্ধ নিরীক্ষণের প্রক্রিয়াকে আরও উন্নত ও সুনিপুন করার জন্য একটি নতুন স্ক্রিপ্ট প্রস্তাব করছি: "উইকি_নিরীক্ষক"। এটির বিশেষ কিছু সুবিধা রয়েছে:

  1. এটি নিবন্ধটির পঠনযোগ্যতা গণনা করতে সক্ষম, এবং সেই অনুযায়ী নিরীক্ষককে পঠনযোগ্যতা মান প্রদান করে।
  2. নিরীক্ষককে অনেকগুলো সুপারিশকৃত মন্তব্য প্রদান করে, যেগুলোকে সরাসরি কপি করা যাবে।
  3. নিবন্ধের প্লাগরিজম (plagiarism) যাচই করার জন্য "copyvios.toolforge.org" সরঞ্জাম ব্যবহার করে সরাসরি লিংক প্রদান করে।
  4. নিবন্ধ সম্পর্কিত ভিন্ন তথ্য যেমন, তৈরীর তারিখ, লেখকের নাম, মোট সম্পাদনা, মোট বাক্য, শব্দ সংখ্যা ইত্যাদি প্রদান করে।
  5. নিবন্ধের লেখককে ট্যাগ করার সুবিধা প্রদান করে।
  6. এটিকে সম্পূর্ণভাবে বাংলাকরন করা হয়েছে, তারিখ, নিবন্ধের oldID, সম্পাদনা সারাংশকেও। (যা বর্তমান স্ক্রিপটি নয়)।
  7. এই স্ক্রিপটি Codex শৈলী ব্যবহার করে।

এটিকে ব্যবহার করে দেখবার জন্য স্ক্রিপটি ইনষ্টল করার পর, "উইকিসংবাদ:খেলাঘর" পাতায় গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। তবে প্রথমে {{নিরীক্ষা}} বা {{অনিরীক্ষিত প্রকাশ}} টেমপ্লেট যুক্ত করে দেবেন। তারপর আপনার সরঞ্জাম মেনুতে গিয়ে "নিরীক্ষা করুন" নামক একটি বিকল্প দেখতে পাবেন। এটি মোবাইল মোডেও কাজ করবে।

এই স্ক্রিপ্টকে GitHub-এ আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেখানে সেটিতে সম্পাদনা, ত্রুটি সংশোধন বা নতুন কোনও বৈশিষ্ট্য যুক্ত করতে পারেন। এটি সম্পর্কে আপনাদের মতামত প্রদান করবেন। ধন্যবাদ। Asked42 (talk) 09:28, 22 September 2024 (UTC)Reply

 সমর্থন। তবে স্ক্রিপ্টের নাম উইকি নিরীক্ষক এর পরিবর্তে উইকি নিরীক্ষণ সম্ভবত বেশ মানানসই হবে। –TANBIRUZZAMAN (💬) 09:42, 23 September 2024 (UTC)Reply
করা হয়েছে: নাম পরিবর্তন করা হয়েছে। ধন্যবাদ। Asked42 (talk) 15:18, 23 September 2024 (UTC)Reply
@Asked42, এই লাইনে প্যারামিটার 'মন্তব্য' এর জায়গায় 'বার্তা' হবে Template:Wn/bn/প্রকাশন নিরীক্ষা অনুযায়ী। –TANBIRUZZAMAN (💬) 18:07, 10 October 2024 (UTC)Reply
সংশোধন করা হয়েছে। এবং এরই সাথে এখন {{প্রকাশন নিরীক্ষা}} উভয় 'বার্তা' বা 'মন্তব্য' প্যারামিটারের জন্য সক্ষম। Asked42 (talk) 08:48, 11 October 2024 (UTC)Reply

সম্ভবত এমাসে উইকিসংবাদ গৃহীত হবে

[edit | edit source]

ভাষা কমিটির নীতিমালা অনুযায়ী উইকিসংবাদ এমাসেও সর্বনিম্ন ৩ জন সক্রিয় অবদানকারী হলে গৃহীত হওয়ার কথা। @মোহাম্মদ জনি হোসেন পিং করলাম। @Asked42 কেও পিং করলাম, যদিও উনিই এখানে সবচেয়ে সক্রিয় অবদানকারী। যেহেতু গত দুই মাসে আমরা এটি পূরণ করেছি, আশা করি এমাসেও পারবো। –TANBIRUZZAMAN (💬) 05:28, 3 November 2024 (UTC)Reply

ওকে আচ্ছা মোহাম্মদ জনি হোসেন (talk) 07:57, 3 November 2024 (UTC)Reply
অবশ্যই। কিন্তু ভাষা কমিটির কাছে পূর্ববর্তী ভিন্ন প্রস্তাব অনুযায়ী এটা দেখেছি যে যদি এই প্রকল্প থেকে আরো সক্রিয় প্রকল্পগুলি থাকে তাহলে সেগুলো আগে তৈরির জন্য অগ্রাধিকার পাবে। তাই যদি উইকিসংবাদ গৃহীত হয়, তাহলে ভালই, কিন্তু না হলে আমাদের আরও কয়েক মাস সক্রিয়তা অব্যাহত রাখতে হবে। Asked42 (talk) 10:46, 3 November 2024 (UTC)Reply
আমরা সক্রিয় থাকবো৷ তবে আমি ভাষা কমিটির আলাপ পাতায় বার্তা দিয়েছিলাম, তারা বলেছে ৩ মাসে সর্বনিম্ন ৩ জন সক্রিয় অবদানকারী থাকলে গৃহীত হবে। এমাস শেষে গ্রহণ না হলে আবার বার্তা দিব। –TANBIRUZZAMAN (💬) 12:15, 3 November 2024 (UTC)Reply
ঠিক আছে। Asked42 (talk) 13:49, 3 November 2024 (UTC)Reply