দোল গতি
অবয়ব
দোল গতি (ইংরেজি: Harmonic Motion) বলতে সনাতন বলবিদ্যায় এমন একটি সিস্টেমকে বোঝানো হয় যাতে সাম্যবস্থা থেকে বিচ্যুতি ঘটলে সিস্টেমটি একটি restoring বল অনুভব করে। যা সরণের সঙ্গে সমানুপাতিক।
যেখানে ধ্রুবক রাশি।
যদি সিস্টেমে কেবল মাত্র restoring বল কাজ করে তবে সেই সিস্টেমটি সরল দোলগতি লাভ করে। এই ক্ষেত্রে নির্দিষ্ট একটি কম্পাঙ্কে ও নির্দিষ্ট বিস্তারে বস্তুটির গতি হয়।