স্ল্যাকওয়্যার
ডেভলপার | প্যাট্রিক ভলকার্দিং |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ (সফটল্যান্ডিং লিনাক্স সিস্টেম-ভিত্তিক) |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
প্রাথমিক মুক্তি | ১৭ জুলাই ১৯৯৩ |
সর্বশেষ মুক্তি | ১৪.২ / ৩০ জুন ২০১৬ |
ভাষাসমূহ | বহুভাষিক |
হালনাগাদের পদ্ধতি | পিকেজিটুল, স্ল্যাকপিকেজি |
প্যাকেজ ম্যানেজার | পিকেজিটুল, স্ল্যাকপিকেজি |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গ্নু |
ব্যবহারকারী ইন্টারফেস | কমান্ড-লাইন ইন্টারফেস |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স |
ওয়েবসাইট | www |
স্ল্যাকওয়্যার (ইংরেজি: Slackware) একটি গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশন। ১৯৯৩ সালে প্যাট্রিক ভলকারদিং এটি নির্মাণ করেন। মূলত সফটল্যান্ডিং লিনাক্স সিস্টেম ভিত্তিক এ ডিস্ট্রিবিউশন অন্য অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশনে মূল ভিত, বিশেষ করে সুয্যে লিনাক্স।
স্ল্যাকওয়্যারের মূল ডিজাইন স্ট্যাবলিটি ও সিম্পলিসিটি এবং সবচেয়ে বেশি ইউনিক্স-সদৃশ লিনাক্স ডিস্ট্রিবিউশন হওয়া।[১] অন্য অধিকাংশ লিনাক্স ডিস্ট্রিবিউশনের মত স্ল্যাকওয়্যার কোন গ্রাফিক্যাল ইন্সটলার ব্যবহার করে না। এটি প্ল্যান টেক্সট ফাইল ব্যবহার করে এবং কনিফিগারেশন ও অ্যাডমিনেস্ট্রেশনের জন্যে অল্পসংখ্যক শেল স্ক্রিপ্ট ব্যবহার করে। কোনরকম বিশেষ পরিবর্তন ব্যতীত এটি একটি কমান্ড-লাইন ইন্টারফেস পরিবেশে বুট হয়।এর রক্ষণাত্মক ও সিম্পল বৈশিষ্ট্যের জন্যে, অগ্রগম্য ও দক্ষ ব্যবহারকারীদের জন্যে এটি উপযুক্ত ডিস্ট্রো হিসেবে বিবেচিত[২][৩][৪][৫][৬][৭]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্ল্যাকওয়্যার লিনাক্স প্রকল্প: সাধারণ তথ্য"। Slackware.com। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮।
- ↑ স্ল্যাকওয়্যার ইনকর্পোরেটেড। "স্ল্যাকওয়্যার সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন: নতুনদের জন্যে স্ল্যাকওয়্যার লিনাক্স আসলেই কি কঠিন?"।
- ↑ ডাটাম্যাশান। "প্রত্যাক পর্যায়ের ব্যবহারকারীর জন্যে উপরের লিনাক্স ডিস্ট্রো"। ১৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮।
- ↑ Linux.org। "আমার জন্যে কোন ডিস্ট্রো ভাল?"।
- ↑ টেক রাডার। "পাওয়ার ইউজারদের লিনাক্স ডিস্ট্রো: ৫টি রিভিউড ও রেটেড"।
- ↑ IT Pro। "Slackware Linux - Less is more"।
- ↑ PC World। "A Guide to Today's Top 10 Linux Distributions"।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- কার্লিতে স্ল্যাকওয়্যার (ইংরেজি)