আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ (আরবি: ٱلْحَمْدُ لِلَّٰهِ, al-Ḥamdu lillāh) একটি আরবি বাক্যাংশ যার অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর, কখনও কখনও আল্লাহকে ধন্যবাদ[১] হিসেবে অনুবাদ করা হয়। এই শব্দগুচ্ছকে বলা হয় তাহমিদ (আরবি: تَحْمِيد “প্রশংসা”)[২] বা হামদালাহ (আরবি: حَمْدَلَة)।[৩]
এই শব্দটি মুসলমানদের দ্বারা প্রায়শই ব্যবহৃত হয়, মুসলমানদের যেকোনো ভালো কাজের শেষে এই দোয়া পড়া আবশ্যক। এটি সাধারণত আরব খ্রিস্টান এবং আরবি ভাষার অন্যান্য অ-মুসলিম বক্তারাও ব্যবহার করেন।
অর্থ
[সম্পাদনা]বাক্যাংশটির তিনটি মূল অংশ রয়েছে:
- আল-, নির্দিষ্ট কোন কিছুকে বোঝাতে, ইংরেজি "দ্য" এর মত।
- হামদ (উ ), এর আক্ষরিক অর্থ "প্রশংসা", "ধন্যবাদ"।[১]
- লি-(আ)ল্লাহ, পদান্বয়ী অব্যয় "লি" + বিশেষ্য আল্লাহ। লি- একটি সম্প্রদানকারী অব্যয়, এর অর্থ হলো "জন্য"।
এই বাক্যাংশটি কোরআনের প্রথম সূরার (সূরা ফাতিহা) দ্বিতীয় আয়াতে প্রথম পাওয়া যায়।
ঐতিহাসিক উৎসে ব্যবহার
[সম্পাদনা]জাবির ইবনে আব্দুল্লাহ(র:) একটি হাদীসে লিখেছেন, মুহাম্মদ (সাঃ) বলেছেন যে, আল্লাহকে সর্বাধিক স্মরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হল সর্বোত্তম পুনরাবৃত্তি এবং সর্বোত্তম প্রার্থনা (দোয়া) হল আলহামদুলিল্লাহ। আবু দাউদ থেকে আনাস ইবনে মালিক (র:) লিখেছেন যে মুহাম্মদ (সাঃ) বলেছেন, "আল্লাহ তাঁর বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে বান্দা আলহামদুলিল্লাহ বলেন, যখন খাবারের অংশ গ্রহণ করেন এবং পানির খসড়া পান করেন।
আরও দেখুন
[সম্পাদনা]- আল-হামদু লিল্লাহি রাব্বিল আ'লামীন
- আশ শাকুর
- ইসলামের অভিধান
- হাযা মিন ফাদলি রাব্বি
- হুসানা
- সুবহান আল্লাহ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Wehr, H.; Cowan, J. M. (১৯৭৯)। A Dictionary of Modern Written Arabic (পিডিএফ) (4th সংস্করণ)। Spoken Language Services।
- ↑ P. Bearman; Th. Bianquis; C. E. Bosworth; E. van Donzel; W. P. Heinrichs, সম্পাদকগণ (২০১২)। "taḥmīd"। Encyclopaedia of Islam, Glossary and Index of Terms (2nd সংস্করণ)। Brill। ডিওআই:10.1163/1573-3912_ei2glos_SIM_gi_04657।
- ↑ MacDonald, D. B. (২০১২)। "Ḥamdala"। P. Bearman; Th. Bianquis; C.E. Bosworth; E. van Donzel; W. P. Heinrichs। Encyclopaedia of Islam (2nd সংস্করণ)। Brill। ডিওআই:10.1163/1573-3912_islam_SIM_2663।