আল মারজুবানি
অবয়ব
আবু আবদ আল্লাহ মুহাম্মদ ইবন ইমরান আল-মারজুবানি | |
---|---|
أبو عبد الله محمد عمران المرزباني | |
জন্ম | ফেব্রুয়ারি থেকে মার্চ ৯০৯ (জুমাদা ২৯৬/৭ হিজরি) |
মৃত্যু | ১০ নভেম্বর ৯৯৩শাওয়াল ৩৮৪ হিজরি] | (বয়স ৮৪) [২
অন্যান্য নাম | আবু আবদ আল্লাহ মুহাম্মদ ইমরান ইবন মুসা ইবন সাঈদ ইবন আবদ আল্লাহ আল-মারজুবানি (أبو عبد الله محمد عمران بن موسى بن سعيد بن عبد الله) |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
যার দ্বারা প্রভাবিত | আবদ আল্লাহ ইবন মুহাম্মদ আল-বাগায়ি, আবু দাউদ আল-সিজিস্তানি |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
যাদের প্রভাবিত করেন | আল-মাহদি আহমাদ বিন ইয়াহিয়া |
আবু আবদ আল্লাহ মুহাম্মদ ইবন ইমরান ইবন মুসা ইবন সাঈদ ইবন আবদ আল্লাহ আল মারজুবানি (৯১০-৯৯৪), একজন একজন বিখ্যাত আরব সাহিত্যিক ছিলেন, একইসাথে ছিলেন নামকরা ইতিহাস ও হাদিস বিশারদ। তার পরিবার মূলত খুরশান থেকে বাগদাদে এলেও তার পুরো জীবন তিনি নিজের শহর বাগদাদে কাটিয়ে দেন।
জীবন
[সম্পাদনা]আল-মাজুবানি আবাসিদ খেলাফতের রাজ পরিবারের সাথে সংযুক্ত একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আবু মনসুর মাউহুব আল-জাওয়ালিকি তার কিতাব আল-মু'আররাব-এ ব্যখ্যা করেন যে আল-মারজুবানি তার পারস্য উপাধি মারযবান ধারণ করেন, যার মানে হলো 'সীমান্তের রক্ষক'। বুয়িদ আমির আডুব আল-দাওলা আরবি সাহিত্য নিয়ে আলোচনার জন্য তাইগ্রিস নদীর পূর্ব কুলে তার বাড়িতে প্রায় যেতেন বলে শোনা যায়।
আল মারজুবানির উল্লেখযোগ্য শিক্ষকসমূহ
[সম্পাদনা]- আবু আল-কাসিম আল-বাঘায়ি
- আবু-বকর ইবন আবি দাউদ আল-সিজিস্তানি (৮৪৪-৯২৯)
- আবু বকর বিন ইয়াহিয়া আল-শুলি