Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

ইয়োহান ক্রুইফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়োহান ক্রুইফ
১৯৭৪ সালে নেদারল্যান্ডসের সাথে ক্রুইফ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ
জন্ম (১৯৪৭-০৪-২৫)২৫ এপ্রিল ১৯৪৭
জন্ম স্থান আমস্টারডাম, নেদারল্যান্ডস
মৃত্যু ২৪ মার্চ ২০১৬(2016-03-24) (বয়স ৬৮)
মৃত্যুর স্থান বার্সেলোনা, স্পেন
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণাত্কক মিডফিল্ডার/ফরোয়ার্ড
যুব পর্যায়
১৯৫৭–১৯৬৪ আয়াক্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৪–১৯৭৩ আয়াক্স ২৪৫ (১৯৩)
১৯৭৩–১৯৭৮ বার্সেলোনা ১৪৩ (৪৮)
১৯৭৮–১৯৭৯ লস এঞ্জেলেস অ্যাজটেকস ২২ (১৪)
১৯৮০–১৯৮১ ওয়াশিংটন ডিপ্লোম্যাটস ২৯ (১২)
১৯৮১ লেভান্তে ১০ (২)
১৯৮১–১৯৮৩ আয়াক্স ৩৬ (১৪)
১৯৮৩–১৯৮৪ ফেইয়ানর্ট ৩৩ (১১)
মোট ৫১৮ (২৯৪)
জাতীয় দল
১৯৬৬–১৯৭৭ নেদারল্যান্ডস ৪৮ (৩৩)
পরিচালিত দল
১৯৮৫–১৯৮৮ আয়াক্স
১৯৮৮–১৯৯৬ বার্সেলোনা
২০০৯–২০১৩ কাতালোনিয়া
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ (এপ্রিল ২৫, ১৯৪৭ - মার্চ ২৪ ২০১৬) আমস্টারডামে জন্মগ্রহণকারী ফুটবল খেলোয়াড় ও কোচ। তিনি ইয়ুহান ক্রুইফ নামে সমধিক পরিচিত। ১৯৭১,১৯৭৩ এবং ১৯৭৪ সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সেরা ফুটবলার ব্যালন ডি’অর এ ভূষিত হন ।[] রাইনাস মিশেলকে সঙ্গে নিয়ে তিনি টোটাল ফুটবল দর্শনের সূচনা করেন।সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় তার নামটি বহুলভাবে উচ্চারিত হয়।[]

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

ক্রুইফ নেদারল্যান্ডের হয়ে ৪৮ ম্যাচে ৩৩টি গোল করেছেন। ক্রুইফ নেদারল্যান্ডের প্রথম ফুটবলার যিনি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে লাল কার্ড পেয়েছেন। তিনি ফিফা মনোনীত ফিফা ১০০ তালিকাতে স্থান করে নিয়েছেন।

মৃত্যু

[সম্পাদনা]

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্পেনের বার্সেলোনায় ২৪ মার্চ ২০১৬ তারিখে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Best x Players of the Century/All-Time"RSSSF। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০০৭ 
  2. "Johan Cruyff -International Hall of Fame"ifhof.com। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০০৭ 

বহি:সংযোগ

[সম্পাদনা]