Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

উজ্জ্বল মৌলিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উজ্জ্বল মৌলিক
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
মাতৃশিক্ষায়তন
দাম্পত্য সঙ্গীসঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়
সন্তান1[]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রডেটা সাইন্স, মেশিন লার্নিং, বায়ো-ইনফর্মেটিক্স এবং ইন্টারনেট অফ থিংস
প্রতিষ্ঠানসমূহযাদবপুর বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটওয়েবসাইট

উজ্জ্বল মৌলিক ভারতীয় বাঙ্গালী পদার্থবিদ, কম্পিউটার বৈজ্ঞানিক, ডেটা সাইন্সটিস্ট এবং অধ্যাপক। তিনি পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেছেন।[]

শিক্ষা জীবন

[সম্পাদনা]

নবদ্বীপের বকুলতলা উচ্চ বিদ্যালয় থেকে বিদ্যালয় শিক্ষা শেষ করে রহড়া রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। এরপর রাজাবাজার সাইন্স কলেজ থেকে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলোজিতে ১৯৮৯ সালে বি.টেক. ডিগ্রি লাভকরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে স্নাতকোত্তর (এম.টেক.) ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[]

গবেষণা

[সম্পাদনা]

তার গবেষণার মূল বিষয় ডেটা সাইন্স, মেশিন লার্নিং, বায়ো-ইনফর্মেটিক্স এবং ইন্টারনেট অফ থিংস

তিনি উনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে ১৯৯৯ সালে এবং উনিভার্সিটি অফ টেক্সাস থেকে ২০০১ সালে পোস্ট ডক্টরিয়াল গবেষণা করেন। আলেকজান্ডার ভন হাম্বল্ড এক্সপেরিয়েন্স রিসার্চার হিসাবে জার্মানির ক্যান্সার রিসার্চ সেন্টারে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত গবেষণা করেন। এরপর ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সের সিনিয়র এসোসিয়েট হিসাবেও যুক্ত ছিলেন।

তিনি ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE), ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের ফর প্যাটার্ন রেকগনিশন (IAPR) এবং ইনস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ার (IEEE) এর ফেলো নির্বাচিত হয়েছেন।[]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

ফেলো নির্বাচিত

[সম্পাদনা]
  • ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE) 2020
  • ইন্টারন্যাশনাল এসোসিয়েশনের ফর প্যাটার্ন রেকগনিশন (FIAPR), 2018
  • ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (FNAE), 2014
  • আলেকজান্ডার ভন হাম্বল্ড (AvH) এক্সপেরিয়েন্স রিসার্চার 2010, 2011, and 2012
  • সিনিয়র এসোসিয়েট, ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স (ICTP), 2012–2018
  • BOYSCAST Fellowship, Department of Science and Technology, Govt. of India, 2001

সম্মাননা

[সম্পাদনা]

গবেষণাপত্র যে-জার্নালে প্রকাশিত হয়েছে, তার মান, গবেষণার মান এবং ক’বার সেই গবেষণাপত্রের সাইটেশন হয়েছে সেই সকল প্রকাশিত ও স্বীকৃত গবেষণাপত্রের নিরিখে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে। তা দেখেই সংশ্লিষ্ট বিজ্ঞানীকে স্থান দেওয়া হয়েছে সেরার তালিকায়। সেই তালিকায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধিকর্ত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক উজ্জ্বল মৌলিককে সম্মান দেওয়া হয়েছে। তাদের গবেষণার বিষয়বস্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমেজ প্রসেসিং

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "I'm happiest because my son is proud of my achievement" 
  2. https://web.archive.org/save/https://ieeexplore.ieee.org/author/37298345500  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. দত্ত, মধুমিতা। "বিজ্ঞানে বিশ্বসেরার তালিকায় বঙ্গ দম্পতি"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]