কিস কিস ব্যাং ব্যাং
কিস কিস ব্যাং ব্যাং | |
---|---|
পরিচালক | শেন ব্ল্যাক |
প্রযোজক | জোয়েল সিলভার |
রচয়িতা | শেন ব্ল্যাক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জন অটম্যান |
চিত্রগ্রাহক | মাইকেল ব্যারেট |
সম্পাদক | জিম পেজ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৩ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৫ মিলিয়ন[২] |
আয় | $১৫.৮ মিলিয়ন[২] |
কিস কিস ব্যাং ব্যাং হলো ২০০৫ সালে মুক্তি পাওয়া আমেরিকান নব্য নোয়ার তিক্ত হাস্যরসাত্মকধর্মী অপরাধমূলক চলচ্চিত্র যেটি রচনা এবং পরিচালনা করেছেন শেন ব্ল্যাক (তার চলচ্চিত্র অভিষেক), এবং এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ভাল কিলমার, মিশেল মোনাঘান এবং করবিন বার্নসেন। এর চিত্রনাট্য আংশিকভাবস ব্রেট হালিডে এর বডিস আর হোয়াইর ইউ ফাইন্ড দেম (১৯৪১) এর উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জোয়েল সিলভার সাথে ছিল সুসান লেভিন এবং এক্সিকিউটিভ প্রযোজক স্টিভ রিচার্ডস।
লস অ্যাঞ্জেলস এ ফেব্রুয়ারি ২৪ থেকে মে ৩, ২০০৪ পর্যন্ত এর চলচ্চিত্রায়ন হয়। চলচ্চিত্রটি মে ১৪, ২০০৫ সালে কান চলচ্চিত্র উৎসবে অভিষেক ঘটায়।[৩] এবং যুক্তরাষ্ট্রে অক্টোবর ২১, ২০০৫ এ মুক্তি পায়। এটি ইতিবাচক সাড়া পায় এবং বিশ্বব্যাপী $১৫ মিলিয়ন আয় করে।
গল্প সারসংক্ষেপ
[সম্পাদনা]ছোটখাটো অপরাধী হ্যারি লকহার্ট পুলিশ থেকে বাঁচতে ভুল করে একটি চলচ্চিত্রের অডিশনে ঢুকে পড়ে। তিনি চলচ্চিত্রটি পেয়ে যান এবং হলিউডে পাড়ি জমান। সেখানে সে একটি হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িয়ে পড়ে তার ছোটবেলার বান্ধবী হারমনি লেন এবং প্রাইভেট ডিটেকটিভ পেরি ভান শ্রাইক এর সাথে।
কুশীলব
[সম্পাদনা]- রবার্ট ডাউনি জুনিয়র - হ্যারল্ড "হ্যারি" লকহার্ট
- ইন্ডিও ফ্যালকনার ডাউনি - ৯ বছরের হ্যারি
- রিচার্ড অ্যালান ব্রাউন - কিশোর হ্যারি (ক্রেডিট দেয়া হয়নি)
- ভাল কিলমার - "গে" পেরি ভান শ্রিক
- মিশেল মোনাঘান / হারমনি ফেইথ লেন
- এরিয়াল উইন্টার - ৭ বছরের হারমনি
- স্টেফনি পিয়ারসন - কিশোরী হারমনি
- করবিন বার্নসেন - হারলেন ডেক্সটার
- ড্যাশ মিহক - মি. ফ্রাইং প্যান
- লেরি মিলার - ডেবনি শ
- রকমন্ড ডানবার - মি. ফায়ার
- শায়ান সোসামন - মিয়া ফ্রাই[৪]
- এঞ্জেলা লিন্ডভাল - ফ্লিকা
- ড্যানিয়েল ব্রাউনিং স্মিথ - রাবার বয়
- লরেন্স ফিশবার্ন - বিয়ার (জেনারস বিয়ার বিজ্ঞাপনে উপস্থিত) (ক্রেডিট দেওয়া হয় নি)
উন্নয়ন
[সম্পাদনা]মুক্তি
[সম্পাদনা]কিস কিস ব্যাং ব্যাং ২০০৫ কান চলচ্চিত্র উৎসব এর জন্য প্রতিযোগিতা করে।[৫] অক্টোবর ১৭, ২০০৫ হলিউড ফিল্ম ফেস্টিভ্যাল এ এটি প্রারম্ভিক চলচ্চিত্র হিসেবে চাইনিজ থিয়েটারে মুক্তি পায়।[৬] কিস কিস ব্যাং ব্যাং জুন ১৩, ২০০৬ সালে ডিভিডি তে মুক্তি পায়।[৭]
বক্স অফিস
[সম্পাদনা]চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্টোবর ২১, ২০০৫ এ। এটি মুক্তির পর থেকে সমালোচকদের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার ফলে নভেম্বর এর মাঝামাঝি পর্যন্ত প্রতি সপ্তাহেই এর প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হয়। জানুয়ারির শুরু পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ গুলোতে চলতে থাকে।[৮] চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র থেকে $৪.২ মিলিয়ন আয় করে।[২] কিস কিস ব্যাং ব্যাং যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বব্যাপী $১১.৫৪ মিলিয়ন আয় করে।[২] চলচ্চিত্রটির সর্বমোট আয় হয় $১৫.৭৮ মিলিয়ন।[২] ডাউনি বক্স অফিসে কম আয়ের জন্য হতাশ হয়েছিলেন, কিন্তু সে বলে "এটি আয়রন ম্যান চলচ্চিত্রটি তাকে পাইয়ে দিতে সাহায্য করে", তার পারফরম্যান্স দেখে জন ফ্যাব্রু তার প্রতি আগ্রহ দেখায়। আয়রন ম্যান ডাউনি'র ক্যারিয়ার আবার গড়ে তোলে এবং ব্ল্যাক কে আয়রন ম্যান ৩ পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়।[৯]
সমালোচকদের প্রতিক্রিয়া
[সম্পাদনা]রোটেন টমেটোস এ, চলচ্চিত্রটি ১৮০ টি পর্যালোচনার ভিত্তিতে ৮৬% ইতিবাচক সাড়া পায়, যার গড় রেটিং ৭.৫০/১০।[১০] মেটাক্রিটিক এ চলচ্চিত্রটি ৩৭ জন সমালোচক থেকে ১০০ এর মধ্যে ৭২ গড় নম্বর পেয়েছে, যা "সাধারণত ইতিবাচক" পর্যালোচনার দিকে নির্দেশ করে।[১১]
প্রশংসা
[সম্পাদনা]কিস কিস ব্যাং ব্যাং কে ২০০৫ ফিনিক্স ফিল্ম ক্রিটিক সোসাইটি "বছরের সবচেয়ে উপেক্ষিত চলচ্চিত্র" হিসেবে উল্লেখ করে।[১২] ২০০৬ সালে এম্পায়ার একে "শ্রেষ্ঠ রোমাঞ্চকর" হিসেবে উল্লেখ করে।[১৩]
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]জন অটম্যানের সঙ্গীতায়োজনে কিস কিস ব্যাং ব্যাং -এর সাউন্ডট্র্যাকটি ১৮ অক্টোবর, ২০০৫ সালে প্রকাশিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kiss Kiss Bang Bang (15)"। British Board of Film Classification। জুন ২০, ২০০৫। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৩।
- ↑ ক খ গ ঘ ঙ "Kiss Kiss, Bang Bang (2005)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৩।
- ↑ "Festival de Cannes: Kiss Kiss Bang Bang"। Festival Cannes। আগস্ট ৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১২, ২০০৯।
- ↑ Black, Shane। "Kiss Kiss Bang Bang (You'll Never Die In This Town Again) script" (পিডিএফ)। dailyscript.com।
- ↑ James, Alison (এপ্রিল ১৯, ২০০৫)। "Comfy fest nest"। Variety।
- ↑ Brown, Maressa (অক্টোবর ২০, ২০০৫)। "'Kiss' and tell time"। Variety।
- ↑ "Kiss Kiss, Bang Bang On DVD June 13th"। MovieWeb। মার্চ ২৩, ২০০৬। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Kiss Kiss Bang Bang (2005) - Weekend Box Office"। Box Office Mojo। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০০৬।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;thr
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Kiss Kiss, Bang Bang (2005)"। Rotten Tomatoes। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০২০।
- ↑ "Kiss Kiss Bang Bang"। Metacritic।
- ↑ "Phoenix & Toronto Critics Offer Their Year-End Favorites"। Rotten Tomatoes। ডিসেম্বর ২২, ২০০৫। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০২০।
- ↑ "Best Thriller"। Empire। Bauer Consumer Media। ২০০৬। জুন ১৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০২০।