কৃষ্ণ ভ্যালি
অবয়ব
কৃষ্ণ ভ্যালি বা নিউ ব্রজ ধাম হলো ইউরোপের বৃহত্তম পরিবেশ বান্ধব খামার, যার আয়তন ৬৬০ একর।[১] এটি বুদাপেস্ট থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোমোগিভামোসে অবস্থিত।[২] এটি ইসকন হাঙ্গেরি দ্বারা নির্মিত হয়েছিল ।
এটি ১৯৯৩ সালে শিবরাম স্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।[৩] যারা কৃষ্ণ ভ্যালিতে বাস করেন তারা তাদের সমস্ত খাদ্য তাদের জৈব খামার থেকে পান। তাদের দুগ্ধজাত দ্রব্যের জন্য গবাদি পশু এবং মধুর জন্য মৌমাছি রয়েছে।[৪]
কৃষ্ণ ভ্যালিতে উদ্ভিদ ও প্রাণীজগত হল বিদেশী এবং স্থানীয় প্রজাতির একটি বিশেষ মিশ্রণ। ফ্রাঙ্গিপানি (প্লুমেরিয়া) এর মতো ফুল যা হাঙ্গেরির স্থানীয় নয় তাও এখানে রোপণ করা হয়।[৫]
মন্দির
[সম্পাদনা]কৃষ্ণ ভ্যালিতে প্রায় ২০০ কৃষ্ণভক্ত বাস করে।[২] এখানে একটি রাধা - শ্যামসুন্দর মন্দির রয়েছে।[১] যা পর্যটকদের জন্যও একটি প্রধান আকর্ষণ।[৬]
আরো পড়ুন
[সম্পাদনা]- নিউ বৃন্দাবন, পশ্চিম ভার্জিনিয়া , মার্কিন যুক্তরাষ্ট্র
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Krishna Valley Teaches Sustainable Living to Thousands – Radha Krishna Temple in Utah"। ১৪ আগস্ট ২০১০।
- ↑ ক খ "Photogallery: Life in the Krishna Valley in Hungary"।
- ↑ "Hungary's Krishna Valley Celebrates Twenty Years"। ১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২২।
- ↑ "Hungary's Krishna Valley"।
- ↑ "Happiness Needs No Electricity, It Only Takes Flowers and Cows - the Krishna Valley - WeLoveBalaton.hu"। welovebalaton.hu। ১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২২।
- ↑ "Show-Kitchen At The Party Of The Krishna Valley"। ১১ জুলাই ২০১৪।