ক্যাম্বারওয়েল কলেজ অব আর্টস
অবয়ব
স্থাপিত | ১৮৯৮ |
---|---|
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ক্যাম্বারওয়েল |
অধিভুক্তি | ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন |
ওয়েবসাইট | www.arts.ac.uk/camberwell |
ক্যাম্বারওয়েল কলেজ অব আর্টস (পূর্বে ক্যাম্বারওয়েল স্কৃল অব আর্টসে অ্যান্ড ক্রাফ্টস হিসেবে পরিচিত) ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের একটি উপাদানভূত কলেজ[১] এবং যুক্তরাজ্যের অন্যতম প্রধান শিল্প ও নকশা প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত।[২] এটি ইংল্যান্ডের দক্ষিণ লন্ডনের কেম্বারওয়েলে অবস্থিত, যেখানে পেকাম রোড এবং উইলসন রোডে এর দুটি ভবন অবস্থিত। এটি স্নাতকোত্তর এবং পিএইচডি সহ অন্যান্য এবং উচ্চতর শিক্ষা কার্যক্রম সরবরাহ করে। কলেজটিতে শিল্পকলায় চিত্রাঙ্কন, ভাস্কর্য, আলোকচিত্রশিল্প এবং অঙ্কন বিষয়ক একক স্নাতক ডিগ্রি চালু রয়েছে। এছাড়াও শিল্প সংরক্ষণ এবং চারুকলা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি গ্রাফিক ডিজাইন, চিত্রণ এবং থ্রিডি নকশার মতো কোর্সগুলি পরিচালনা করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "University of the Arts London"। arts.ac.uk (ইংরেজি ভাষায়)। arts.ac.uk। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।
- ↑ "The Times list of Best British Art Schools"। টাইমস অনলাইন (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০।