Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

গোরক্ষনাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোরক্ষনাথ
গোরক্ষনাথের মূর্তি ভারতের লক্ষ্মণগড় মন্দিরে পদ্মাবস্থায় যোগিক ধ্যান করছেন
ব্যক্তিগত তথ্য
জন্মআনু. খ্রিস্টীয় একাদশ শতাব্দীর প্রথম দিকে
ধর্মহিন্দুধর্ম
সম্প্রদায়নাথ
যে জন্য পরিচিতহঠযোগ,[][] নাথ যোগী সংগঠন, গুর্খাস, গোরখপুর
এর প্রতিষ্ঠাতানাথ মঠ ও মন্দির
দর্শনহঠযোগ
ধর্মীয় জীবন
গুরুমতসেন্দ্রনাথ
সম্মানমহাযোগী

গোরক্ষনাথ ছিলেন একজন হিন্দু যোগী ও সাধক, যিনি নাথ সন্ন্যাসী আন্দোলনের প্রভাবশালী প্রতিষ্ঠাতা ছিলেন।[] তাকে মতসেন্দ্রনাথের দুইজন উল্লেখযোগ্য শিষ্যের একজন হিসেবে বিবেচনা করা হয়। সমগ্র ভারতীয় উপমহাদেশে পাওয়া তাঁর অনুসারীদেরকে যোগী, গোরক্ষনাথী, দর্শনী বা কানফাটা বলা হয়।[]

তিনি ছিলেন নয়জন সাধুদের একজন যিনি নবনাথ নামেও পরিচিত এবং ভারতের মহারাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়।[] হ্যাজিওগ্রাফি তাকে একজন মানব শিক্ষকের চেয়ে বেশি এবং সময়ের নিয়মের বাইরের একজন হিসেবে বর্ণনা করে যিনি বিভিন্ন যুগে পৃথিবীতে আবির্ভূত হন।[] ইতিহাসবিদরা বলছেন যে গোরক্ষনাথ খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দের প্রথমার্ধে কোন এক সময় বেঁচে ছিলেন কিন্তু কোন শতাব্দীতে তারা একমত হননি। ব্রিগস' ১৫ থেকে ১২ শতক[] থেকে গ্রিয়ারসনের ১৪ শতকের অনুমান পর্যন্ত প্রত্নতত্ত্ব এবং পাঠ্য পরিসরের উপর ভিত্তি করে অনুমান। []

হিন্দু ঐতিহ্যে গোরক্ষনাথকে মহাযোগী হিসেবে বিবেচনা করা হয়।[] তিনি নির্দিষ্ট আধিভৌতিক তত্ত্ব বা নির্দিষ্ট সত্যের উপর জোর দেননি, কিন্তু জোর দিয়েছিলেন যে সত্যের সন্ধান এবং আধ্যাত্মিক জীবন মানুষের মূল্যবান ও স্বাভাবিক লক্ষ্য।[] গোরক্ষনাথ যোগ, আধ্যাত্মিক শৃঙ্খলা ও নৈতিক জীবনকে সমাধি এবং নিজের আধ্যাত্মিক সত্যে পৌঁছানোর উপায় হিসেবে আত্মনিয়ন্ত্রণের জন্য চ্যাম্পিয়ন করেছিলেন।[]

গোরক্ষনাথ, তাঁর ধারণা এবং তাঁর অনুসারী যোগীরা গ্রামীণ ভারতে অত্যন্ত জনপ্রিয়, ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে গোরখপুর নামক শহরটিতে তাঁকে উৎসর্গ করা মঠ ও মন্দিরগুলি পাওয়া যায়।[][১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Guy L. Beck 1995, পৃ. 102–103।
  2. "Hatha Yoga"। Encyclopædia Britannica। ২০০৭। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৭ 
  3. Briggs 1938, পৃ. 228।
  4. Briggs 1938, পৃ. 1।
  5. Briggs 1938, পৃ. 228–250।
  6. Briggs 1938, পৃ. 249।
  7. Briggs 1938, পৃ. 228–230।
  8. Akshaya Kumar Banerjea 1983, পৃ. 23–25।
  9. White, David Gordon (২০১২), The Alchemical Body: Siddha Traditions in Medieval India, University of Chicago Press, পৃষ্ঠা 7–8 
  10. David N. Lorenzen and Adrián Muñoz (2012), Yogi Heroes and Poets: Histories and Legends of the Naths, SUNY Press, আইএসবিএন ৯৭৮-১৪৩৮৪৩৮৯০০, pp. x–xi

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]