চন্দ্রলোকে অভিযান
অবয়ব
চন্দ্রলোকে অভিযান (Objectif Lune) | |
---|---|
তারিখ | ১৯৫৩ |
সিরিজ | দুঃসাহসী টিনটিন |
প্রকাশক | কাস্টরম্যান |
সৃজনশীল দল | |
উদ্ভাবকরা | এর্জে |
মূল প্রকাশনা | |
প্রকাশিত হয়েছিল | টিনটিন ম্যাগাজিন |
প্রকাশনার তারিখ | ৩০শে মার্চ, ১৯৫০ - ৭ই সেপ্টেম্বর, ১৯৫০ / ২রা এপ্রিল ১৯৫২ - ২২শে অক্টোবর ১৯৫২ |
ভাষা | ফরাসি |
আইএসবিএন | ৯৭৮-২-২০৩-০০১১৫-২ |
অনুবাদ | |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স |
তারিখ | ১৯৯৫ |
অনুবাদক | নীরেন্দ্রনাথ চক্রবর্তী |
কালপঞ্জি | |
পূর্ববর্তী | কালো সোনার দেশে (১৯৫০) |
পরবর্তী | চাঁদে টিনটিন (১৯৫৪) |
চন্দ্রলোকে অভিযান (ফরাসি: Objectif Lune) দুঃসাহসী টিনটিন সিরিজের ষোড়শ বই। ১৯৫০ সালে এই বই লেখা শুরু হয়। ১৯৫৩ সালে এই বই প্রকাশিত হয়। এই বইটিতে কল্প বিজ্ঞানমুলক কাজ দেখানো হয়েছে।
গল্প
[সম্পাদনা]টিনটিন ও ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাসের আমন্ত্রণে সিল্ডাভিয়ায় আসেন। এরপর চন্দ্রাভিযান প্রকল্প ব্যাপারে তারা জানতে পারেন। ক্যালকুলাসের এই বিরাট কান্ডে দুজন প্রধান সহযোগীর নাম উলফ ও ব্যক্সটার। ইতিমধ্যে এই প্রকল্পের উপর গুপ্তচরগিরী শুরু হয়। তদন্ত করতে গিয়ে গুলিতে আহত হয় টিনটিন। অবশেষে সব বাধা কাটিয়ে চন্দ্রাভিযানে রওনা দেন ক্যালকুলাস ও তার সাথীরা। ভুলক্রমে তাদের সাথে রওনা দেয় জনসন আর রনসনও। কিন্তু পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর কি হয় জানা যায় চাঁদে টিনটিন কাহিনীতে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Destination Moon Official Website
- Destination Moon at Tintinologist.org