চেশভান
অবয়ব
চেশভান | |
---|---|
স্থানীয় নাম | חשוון (হিব্রু) |
বর্ষপঞ্জি | হিব্রু বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ৮ |
দিনের সংখ্যা | ২৯ (কখনো ৩০) |
ঋতু | শরৎ (উত্তর গোলার্ধে) |
গ্রেগরীয় সমতুল্য | অক্টোবর–নভেম্বর |
গুরুত্বপূর্ণ দিবস | মহাপ্লাবন |
চেশভান (হিব্রু ভাষায়: חשוון; আক্কাদীয় waraḫsamnu থেকে, আক্ষরিক অর্থ, 'অষ্টম মাস'), যা মার্চেশভান (מַרְחֶשְׁוָן) নামের সংক্ষিপ্ত রূপ, সাধারণ বর্ষপঞ্জির দ্বিতীয় এবং ইহুদি ধর্মপঞ্জির অষ্টম মাস।
সাধারণ (কেসিদ্রান) বছরে, চেশভান মাসে ২৯ দিন থাকে, কিন্তু রোস হাসানাহ স্থগিত আইনের কারণে কিছু কিছু হিব্রু বছরে চেশভান মাসে অতিরিক্ত একটি দিবস যুক্ত করে বছরটিকে "সম্পূর্ণ" (মালেহ) বছর করা হয়। এই মাসটি গ্রেগরীয় বর্ষপঞ্জির অক্টোবর-মভেম্বরে পড়ে।
হিব্রু বাইবেলে, ব্যাবিলনীয় বন্দিদশার পূর্বে এই মাস বুল নামে পরিচিত ছিলো (১ রাজাবলি ৬:৩৮)।
পবিত্র দিন ও উদযাপিত দিবস সমূহ
[সম্পাদনা]- ৭ চেশভান: V'tein tal u-matar ('শিশির এবং বৃষ্টি প্রদান করুন') প্রার্থনাটি ইজরায়েলের শিমনেহ এশরেই প্রার্থনায় যুক্ত করা হয়। যদি মাসের ১৭ তারিখের মধ্যে কোন বৃষ্টি না আসে সেক্ষেত্রে বৃষ্টি জন্য বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা যুক্ত করা হয়।[১]
- বাহাব: বেশিরভাগ মিনহাগগণ মনে করে, চেশভান মাসের প্রথম সাব্বাথে, যারা বাহাব দিবসে উপবাস পালন করেন তাদের জন্য প্রার্থনা করা হয়। বাহাব, হিব্রু ভাষায় בהב, ২, ৫, ২ তারিখ যেমন সোমবার (সপ্তাহের দ্বিতীয় সপ্তাহ), বৃহস্পতিবার (পঞ্চম দিন), এবং পরবর্তী সোমবার পড়ে। সাব্বাথের পরের সোমবার, বৃহস্পতিবার ও দ্বিতীয় সোমবারে মিনহাগরা উপবাসের সাথে শেলিখোত প্রার্থনার আয়োজন করেন।
- সিগদ্: ইথিওপিয়ার ইহুদি সম্প্রদায় ইয়োম কিপ্পুরের ৫০ দিন পরে চেশভান মাসের ২৯ তারিখ সিগদ্ পালন করে। সিগদ্ দিবসকে ছুটির দিন হিসেবে [স্পষ্টকরণ প্রয়োজন কি ধরনের ছুটির দিবস?]ইজরায়েলীয় নেসেট ২০০৮ সালের জুলাইতে ঘোষণা করেছে।[তথ্যসূত্র প্রয়োজন]
ইতিহাস ও ধর্মে
[সম্পাদনা]- ১১ চেশভান (আনু ২১০৫ খ্রিস্টপূর্ব) – মথূশেলহের ৯৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- ১১ চেশভান (আনু ১৫৫৩ খ্রিস্টপূর্ব) – বেনিয়ামিনকে জন্ম দেওয়ার সময় রাহেল মৃত্যুবরণ করেন।
- ১২ চেশভান (১৯৯৫) – ইশহাক রবিনকে হত্যা করা হয় যা এখন জাতীয় দিবস।
- ১৫ চেশভান – রাজা যারবিয়ামের ইস্রায়েল রাজ্যের জন্য শুক্কুতের বিকল্প উৎসব পালনের ব্যবস্থা করেন (১ রাজাবলি ১২:৩২-৩৩)।
- ১৫ চেশভান (১৬৫ খ্রিস্টাব্দ) – মদিন শহরে মাকাবীয় বিদ্রোহের আরম্ভকারী মাতিতাহুর মৃত্যু।
- ১৬ চেশভান (১৯৩৮) – ১৪০০ ইহুদি মন্দির ও তানাখের প্রতিলিপি উদ্দেশ্যমূলকভাবে ও পরিকল্পিতভাবে নাৎসি জার্মানিতে পুড়িয়ে ফেলা হয়।[২]
- ১৭ চেশভান (আনু ৯৬০ খ্রিস্টপূর্ব) – রাজা সলোমন জেরুজালেমের প্রথম পবিত্র মন্দিরের নির্মাণ সম্পন্ন করেন[৩] (যদিও তিশ্রেই মাসের পূর্বে এই মন্দির উদ্বোধন করা হয়নি)।
- ২০ চেশভান (১৮৬০) - রাব্বাই শোলম ডভবের শিনিয়ার্সনের জন্ম।
- ২৩ চেশভান (১৩৭ খ্রিস্টাব্দ) – ইহুদিদের পবিত্র মন্দির থেকে সেলেকিউড শাসকদের বসানো দেব-দেবীদের মূর্তি সরিয়ে ফেলা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Cheshvan"। Orthodox Union। ২০১৪-০২-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২।
- ↑ Confino, Alon. "Why the Nazis Burned the Hebrew Bible", Commentary, vol. 137, no. 6, June 2014, pp. 30–34. EBSCOhost.
- ↑ ১ রাজাবলি ৬:৩৮