Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

চ্যুতিজাত অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেগমাইটাইট ডাইক: ক্যাপ ডি ক্রিয়াস-এর একটি খাড়া-ডুবন্ত ডেক্সট্রাল চ্যুতিজাত অঞ্চল।
মোজেইক ক্যানিয়নে নুনডে গঠন-এর সম্প্রসারিত নমনীয় চ্যুতিজাত অঞ্চলের কাটা পড়া ডলোমাইট শিলা, ডেথ ভ্যালি

চ্যুতিজাত অঞ্চল (ইংরাজী: shear zone) হ'ল পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ এক প্রকার কাঠামোগত বিচ্ছিন্ন পৃষ্ঠ। এই বিচ্ছিন্ন পৃষ্ঠ দেখা যায় পৃথিবীর ভূপৃষ্ঠের ক্রাস্ট এবং উপরের ম্যান্টেল অংশে। ভূপৃষ্ঠে অসমসত্ত্ব বিকৃতির কারণে টান সৃষ্টি হয়। সেই টানের কারণে ভূপৃষ্ঠের বিভাজন ঘটে এবং গঠিত হয় বিচ্ছিন্ন উচ্চ-টানের সমতল বা বক্রতল অঞ্চল। এই বিকৃতিতে মধ্যস্থ (ক্রাস্ট) অংশ তুলনায় কম প্রভাবিত হয়। চ্যুতি জনিত গতির জন্যে, চ্যুতিজাত অঞ্চলের পার্শ্ববর্তী আরও অনমনীয় মাধ্যম (ঘূর্ণনশীল বিষম-অক্ষের উপাদান) প্রভাবিত হতে পারে। পৃষ্ঠটির বিচ্ছিন্নতার কারণে সেটি সাধারণত আরও গভীরতর সীমানায় গিয়ে খুবই আলাদা রকমের বৈশিষ্ট্যযুক্ত শিলা গঠন করে।


সাধারণ পরিচিতি

[সম্পাদনা]
চিত্রে বিভিন্ন প্রধান প্রধান প্রকারের চ্যুতিজাত অঞ্চল দেখানো হয়েছে। স্থানচ্যুতি, চ্যুতি টান এবং গভীরতায় বিস্তারণও নির্দেশিত হয়েছে।
আদর্শায়িত ত্রুটি/চ্যুতিজাত অঞ্চলে গভীরতার সাথে শিলার প্রকারভেদে শক্তি প্রোফাইল এবং পরিবর্তন
একটি নমনীয় চ্যুতিজাত অঞ্চল (প্রায় ২০ মিটার পুরু)-এর দক্ষিণাবর্ত প্রান্তিক সীমায় বাইরের স্কিস্ট থেকে মাইলোনাইটের ভিতরে, ক্যাপ ডি ক্রিয়াসের স্থানান্তর দেখানো হয়েছে।

নিম্ন স্তরে নির্দিষ্ট টান সম্পন্ন শিলায় আবদ্ধ কোনও শক্তিশালী বিকৃত অঞ্চলকে (উচ্চ টান হার সহ) বলা হয় চ্যুতিজাত অঞ্চল। এর দৈর্ঘ্য থেকে প্রস্থের অনুপাত হয় ৫:১ এরও বেশি।[]

চ্যুতিজাত অঞ্চলগুলি ভঙ্গুর চ্যুতিজাত অঞ্চল (বা ত্রুটি) থেকে শুরু করে ভূতাত্ত্বিক কাঠামোর ধারাবাহিকতা তৈরি করে। সেটি ঘটে ভঙ্গুর-নমনীয় চ্যুতিজাত অঞ্চল (বা অর্ধভঙ্গুর চ্যুতিজাত অঞ্চল), নমনীয়–ভঙ্গুর থেকে নমনীয় চ্যুতিজাত অঞ্চল এর মাধ্যমে। ভঙ্গুর চ্যুতিজাত অঞ্চলে বিকৃতিটি দেওয়াল শিলাকে পৃথক ক'রে একটি সংকীর্ণ চিড় ধরা পৃষ্ঠে ঘনীভূত হয়। অপর দিকে নমনীয় চ্যুতিজাত অঞ্চলের বিচ্ছিন্নতা একটি বৃহত্তর অঞ্চলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাতে দেয়াল থেকে দেওয়ালে প্রতিনিয়ত বিকৃতি-অবস্থার পরিবর্তন চলতে থাকে। এই শেষ-সদস্যদের মাঝে আছে ভঙ্গুর-নমনীয় (সেমিব্রিটল) এবং নমনীয়-ভঙ্গুর চ্যুতিজাত অঞ্চল। এতে বিভিন্ন অনুপাতে জ্যামিতিক বৈশিষ্ট্যগুলি একত্রিত হয়ে থাকতে পারে।

চ্যুতিজাত অঞ্চলের কাঠামোগত জ্যামিতিতে পাওয়া ধারাবাহিকতাটিতে ভূত্বকে বিভিন্ন প্রকার বিকৃতি-পদ্ধতির প্রতিফলন লক্ষ্য করা যায়। অর্থাৎ ক্রমবর্ধমান গভীরতার সাথে সাথে ভঙ্গুর থেকে পৃষ্ঠের কাছে বা তার কাছাকাছি নমনীয় (প্রবাহ) বিকৃতি পরিবর্তিত হয়। ভঙ্গুর–অর্ধভঙ্গুর রূপান্তর পেরিয়ে যাওয়ার সাথে সাথে বিকৃতকরণের নমনীয় প্রতিক্রিয়াটি শুরু হয়ে যায়। এই রূপান্তরটি নির্দিষ্ট গভীরতার আবদ্ধ নয়, বরং একটি নির্দিষ্ট গভীরতার পরিসীমা জুড়ে তথাকথিত বিকল্প অঞ্চলে ঘটে। এর মূল কারণটি হ'ল সাধারণত ভিন্ন ভিন্ন শিলায় ভিন্ন মিশ্রণের উপাদান থাকা। কোনও টান-এর জন্য আলাদা আলাদা খনিজ উপাদানের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয়। যেমন টানের প্রতিক্রিয়ায় ফেল্ডস্পার-এর থেকে কোয়ার্টজ-এর নমনীয়তা আগে পরিলক্ষিত হয়। এইভাবে লিথোলজির এই বিভিন্নতা, দানার আকার, তার বুনন - এই সব বিষয় নির্ধারণ করে এক একটি আলাদা রিওলজি-জনিত প্রতিক্রিয়া। আরও অন্যান্য যে সব নির্ভেজাল প্রাকৃতিক কারণগুলি গভীরে পরিবর্তনকে প্রভাবিত করে:

কোয়ার্টজো-ফেল্ডস্প্যাথিক ক্রাস্টের জন্য শোলজ-এর মডেলটিতে (দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে নেওয়া ভূতাপের সঙ্গে) ভঙ্গুর-আধাভঙ্গুর রূপান্তর শুরু হয় প্রায় ১১ কিলোমিটার গভীরতায় ৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অন্তর্নিহিত বিকল্প অঞ্চলটি প্রায় ৩৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোটামুটি ১৬ কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রসারিত থাকে।[] প্রায় ১৬ কিমি গভীরতার নীচে কেবলমাত্র নমনীয় চ্যুতিজাত অঞ্চল পাওয়া যায়।

ভূমিকম্প এর কেন্দ্রক গঠিত হয় যেখানে সেই ভূমিকম্পপ্রবণ এলাকায় স্কিজোস্ফিয়ার-এর সাথে ভঙ্গুর অঞ্চল আবদ্ধ থাকে। একটি মধ্যস্থতাকারী বিকল্প মন্ডলের নীচে থাকে প্লাস্টোস্ফিয়ার। সাধরনত ৪-৫ কিলোমিটার গভীরতায় অবস্থিত সিসমোজেনিক স্তর-এর নীচে প্রকৃত বিপর্যয় শুরু হয়। এরপরে সিজমোজেনিক স্তরটি ১১ কিমি গভীরতায় বিকল্প মন্ডল গঠন করে। তবুও বড় বড় ভূমিকম্প উভয় পৃষ্ঠেই আঘাত করে। এমনকি কখনও কখনও প্লাস্টোস্ফিয়ারেও ভূমিকম্প ঘটে।

চ্যুতিজাত অঞ্চলে উৎপাদিত শিলা

[সম্পাদনা]

চ্যুতিজাত অঞ্চলের বিকৃতিগুলি চরিত্রগত বুনন এবং খনিজ সমাবেশগুলির বিকাশের জন্য দায়ী যা চাপতাপমাত্রা (pT) শর্ত, প্রবাহের ধরন, আন্দোলনের অনুভূতি এবং বিকৃতির ইতিহাস দ্বারা প্রভাবিত হয়। তাই চ্যুতিজাত অঞ্চলগুলি একটি নির্দিষ্ট ভূখণ্ড এর ইতিহাস উন্মোচন করার জন্য অতীব গুরুত্বপূর্ণ কাঠামো।

পৃথিবী পৃষ্ঠ থেকে শুরু করে, নিম্নলিখিত প্রকারের শিলাগুলি সাধারণত চ্যুতিজাত অঞ্চলের সম্মুখীন হয়:

উভয় ফল্ট গেজ এবং ক্যাটাক্ল্যাসাইট হয় ভূকম্পপ্রবণ ত্রুটির কারণে এবং সেটি হয় ভঙ্গুর অংশকে ঘষে তুলে ফেলা আরণ এর কারণে।

মাইলোনাইট শুরু হয় আঠালো আরণ দ্বারা সাধিত বিকল্প অঞ্চলে আধাভঙ্গুর স্বভাবের জন্য। সিউডোট্যাচালাইট তখনও সেখানে কার্যকর থাকতে পারে। গ্রিনসিস্ট ফেসিস অবস্থার মধ্যে, সিউডোট্যাচালাইট অদৃশ্য হয়ে যায় এবং কেবলমাত্র বিভিন্ন ধরনের মাইলোনাইট টিকে থাকে। স্ট্রাইপড জেনেইসেস হ'ল উচ্চ-মাত্রার মাইলোনাইট এবং সেগুলি নমনীয় চ্যুতিজাত অঞ্চলের খুব নীচে ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ramsay JG. (1987). The Techniques of Modern Structural Geology. Volume 2: Folds and Fractures. Academic Press. আইএসবিএন ০-১২-৫৭৬৯০২-৪
  2. Scholz CH. (2002). The mechanics of earthquakes and faulting. Cambridge University Press. আইএসবিএন ০-৫২১-৬৫৫৪০-৪