জুলি দেলপি
জুলি দেলপি | |
---|---|
জন্ম | আলবার্ট দেলপি ২১ ডিসেম্বর ১৯৬৯ প্যারিস, ফ্রান্স |
জাতীয়তা | ফারাসি |
অন্যান্য নাম | আলবার্ট |
নাগরিকত্ব | ফারাসি |
কর্মজীবন | ১৯৭৮–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মার্ক স্টেরিটেনফিল্ড (২০০৭–২০১২) |
জুলি দেলপি (ইংরেজি: Julie Delpy) (জন্ম: ২১ ডিসেম্বর, ১৯৬৯) একজন ফরাসি-মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার এবং সংগীতশিল্পী। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিস্ক স্কুল অব দ্য আর্টস থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করেছেন এবং এ পর্যন্ত ৩০টির অধিক চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি ইউরোপা ইউরোপা (১৯৯০), দ্য ভয়েজার (১৯৯১), থ্রি কালারস: হোয়াইট (১৯৯৩), বিফোর সানরাইজ (১৯৯৫), বিফোর সানসেট (২০০৪) এবং বিফোর মিডনাইট (২০০৪) ইত্যাদি উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তিনটি সেজার পুরস্কার, দুইটি অনলাইন ফিল্ম ক্রিটিকস সোসাইটি পুরস্কার, এবং দুটি একাডেমি পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন। ১৯৯০ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার পর ২০০১ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]দেলপি ১৯৬৯ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তার বাবা আলবার্ট দেলপি একজন মঞ্চ পরিচালক এবং মা মেরি পিলেট একজন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। বাবা -মার সুবাদে ছোটবেলায় মঞ্চের সাথে পরিচয় ঘটে একমাত্র সন্তান দেলপির। এ প্রসঙ্গে দেলপির নিজের উক্তি উল্লেখ্য,
“ | I couldn't hope for better parents. They really raised me with a love of art, bringing me to museums and seeing things that a child wouldn't see at that age. I would see Ingmar Bergman movies when I was 9 and totally go for it. And they would bring me to see Francis Bacon's paintings, which I loved: so dark and at the same time it's so wonderful.[৩] | ” |
চলচ্চিত্র জীবন
[সম্পাদনা]১৯৮৪ সালে মাত্র ১৪ বছর বয়সে নির্মাতা জঁ-লুক গদার, তার ডিটেকটিভ (১৯৮৫) ছবিতে দেলপিকে অন্তর্ভুক্ত করেন। দুই বছর পর, দেলপি বার্টার্ন্ড ট্যভেরনিয়রের লা প্যাশন বীট্রাইচ(La Passion Béatrice) (১৯৮৭) কাজ করেন এবং এতে অনবদ্য অভিনয়ের জন্য সিজার এ্যাওয়ার্ড ফর মোস্ট প্রমিজিং এ্যাক্টরস শ্রেনীতে মনোনীত হন। পরে তিনি অর্জিত অর্থ দিয়ে নিউ ইয়র্ক ভ্রমনে যান। তবে ইউরোপা ইউরোপ(১৯৯০) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেছেন। এই চলচ্চিত্রে তিনি জার্মান প্রো-নাজি চরিত্রে অভিনয় করেন যে কিনা না জেনেই জিউশ বীর সোলেমন পেরেলের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে অনর্গল জার্মান বলতে হয়েছিল।[২]
সংগীত
[সম্পাদনা]জুলি দেলপি অভিনয়ের পাশাপাশি সংগীত চর্চাও করেন। তিনি ২০০৩ সালে শিরোনাম-অ্যালবাম, জুলি দেলপি প্রকাশ করেন। এই অ্যালবামের তিনটি গান–"এ্যা ওয়াল্টজ ফর এ্যা নাইট," "এ্যান ওশেন এপার্ট," এবং "যে ট'আইমে ট্যান্ট"– তার বিফোর সানসেট চলচ্চিত্রে অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তিনি মার্ক কলিনের "লালালা" শেষাংশে টু ডেজ ইন প্যারিস গানে কণ্ঠ দিয়েছেন, এবং এখানকার সবকটি অরজিনাল স্কোর তিনিই লিখেছেন। দেলপি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দ্য কাউন্টলেস'র সংগীত রচনা করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ IMDB "Julie Delpy"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১১। - ↑ ক খ The New York Times "Julie Delpy Biography"
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১১। - ↑ "Julie Delpy Movie and Career Information"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১১।
বহি:সংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে Julie Delpy (ইংরেজি)
- ১৯৬৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফরাসি চলচ্চিত্র অভিনেত্রী
- ফরাসি নারী চিত্রনাট্যকার
- প্যারিসের অভিনেত্রী
- প্যারিসের সঙ্গীতজ্ঞ
- ফরাসি নারীবাদী
- মার্কিন যুক্তরাষ্ট্রৈ ফরাসি দেশান্তরী
- ফরাসি টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন লেখিকা
- মার্কিন নারী চিত্রনাট্যকার
- ফরাসি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন নারীবাদী
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- ফরাসি চলচ্চিত্র পরিচালক
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন গায়িকা
- ফরাসি গায়িকা
- ফরাসি নারী চলচ্চিত্র পরিচালক
- এম্পায়ার অ্যাওয়ার্ড বিজয়ী
- ২০শ শতাব্দীর ফরাসি অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ফরাসি অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- মার্কিন গায়িকা-গীতিকার
- নারীবাদী সঙ্গীতজ্ঞ
- মার্কিন শিশু অভিনেত্রী