টপ অব দ্য পপ্স
টপ অব দ্য পপ্স (টিওটিপি) হল একটি ব্রিটিশ সঙ্গীত চার্ট টেলিভিশন অনুষ্ঠান। বিবিসি'র তৈরি অনুষ্ঠানটি ১ জানুয়ারি ১৯৬৪ থেকে ৩০ জুলাই ২০০৬ সাল পর্যন্ত সাপ্তাহিকভাবে সম্প্রচারিত হয়। বিশ্বের সর্ববৃহৎ সাপ্তহিক সঙ্গীতানুষ্ঠান বিবিসি ওয়ান চ্যানেলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে সম্প্রচারিত হত। পরবর্তীতে ১৯৭৩ সালের মাঝামাঝি থেকে ১৯৭৪ সালের শরৎ পর্যন্ত প্রতি শুক্রবারে স্বল্প দৈর্ঘ্যে এটি সম্প্রচারিত হয়। ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতি শূক্রবার সন্ধ্যা ৭:৩০ থেকে সম্প্রচারিত হয়। ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিবিবি টু থেকে সপ্তাহের রবিবার সম্প্রচারিত হয়। প্রতিটি সাপ্তাহিক অনুষ্ঠানে সেই সপ্তাহের সর্বাধিক বিক্রিত জনপ্রিয় সঙ্গীত রেকর্ডের কিছু অংশের পরিবেশনা থাকতো। এটি মূলত শীর্ষ ২০ হিসেবে শুরু করলেও, ১৯৭০-এর দশকে শীর্ষ ৩০ এবং ১৯৮০-এর দশকের শীর্ষ ৪০ এ পরিবর্তিত হয়েছিল।
অফিসিয়াল চার্টস কোম্পানি জানিয়েছে "এই অনুষ্ঠানে পরিবেশন করা সম্মানজনক হিসাবে বিবেচিত হত এবং এটি প্রায় প্রতিটি মুখ্য বাদ্যযন্ত্র বাদকদের টেনে নিয়েছিল।"[১] দ্য রোলিং স্টোনস প্রথম ব্যান্ড হিসেবে টপ অব দ্য পপ্সে "আই ওয়ানা বি ইয়োর ম্যান" গানটি পরিবেশন করেছিল।[২] সর্বশেষ স্নো প্যাট্রোল সাপ্তাহিক অনুষ্ঠানে তাদের একক "চেজিং কার্স" সরাসরি পরিবেশন করেছিল।[৩] সাপ্তাহিক অনুষ্ঠানগুলি ছাড়াও বড়দিনে (এবং সাধারণত ১৯৮৪ সাল পর্যন্ত ক্রিসমাসের কয়েক দিন পরে দ্বিতীয় সংস্করণ) টিএটিপি-র একটি বিশেষ সংস্করণ ছিল, এতে বছরের সেরা বিক্রিত একক এবং ক্রিসমাস নম্বর ১-এর কিছু বৈশিষ্ট্য থাকত। যদিও ২০০৬ সালে সাপ্তাহিক অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল,[৪] তবে ক্রিসমাস স্পেশাল অব্যাহত থাকে। নতুন বছরের প্রাক্কালে বা তার আশেপাশে বিবিসি ওয়ান-এ বছরের শেষের রাউন্ড-আপ সংস্করণগুলিও প্রচারিত হয়েছিল, এছাড়াও বড়দিনের অনুষ্ঠানের মতো একই কাজগুলি এবং ট্র্যাকগুলি মূলত প্রদর্শিত হয়েছিল।[৫][৬][৭] ১৯৯৪ সাল থেকে টপ অব দ্য পপ্স ২ নামে এর আরেকটি সংস্করণ শুরু হয়েছিল যেখানে টপ অব দ্য পপ্স সংরক্ষণাগারগুলির শীর্ষ পরিবেশনা প্রদর্শিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Looking back at Top Of The Pops, which ended 10 years ago this week"। Official Charts Company। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "BBC says fond farewell to Top of the Pops"। BBC। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "And the most-played song on UK radio is ... Chasing Cars by Snow Patrol"। BBC News। ১৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯।
- ↑ প্লানকেট, জন (২০ জুন ২০০৬)। "Show's over for Top of the Pops"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০।
- ↑ "Top of the Pops – FAQ's"। বিবিসি। ২৪ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Programme Information Network TV Weeks 52/1"। বিবিসি প্রেস অফিস। ৩০ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৭।
- ↑ "Entertainment | Top of the Pops back at Christmas"। বিবিসি নিউজ। ২০ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
আরো পড়ুন
[সম্পাদনা]- Blacknell, Steve. The Story of Top of the Pops. Wellingborough, Northants: Patrick Stephens, 1985
- Gittens, Ian. Top Of The Pops: Mishaps, Miming and Music: True Adventures of TV's No.1 Pop Show. London: BBC, 2007 আইএসবিএন ১-৮৪৬০৭-৩২৭-৮
- Seaton, Pete with Richard Down. The Kaleidoscope British Television Music & Variety Guide II: Top Pop: 1964–2006. Dudley: Kaleidoscope Publishing, 2007 আইএসবিএন ৯৭৮-১-৯০০২০৩-২৭-২
- Simpson, Jeff. Top of the Pops: 1964–2002: it's still number one, its Top of the Pops! London: BBC, 2002 আইএসবিএন ০-৫৬৩-৫৩৪৭৬-১
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বিবিসি অনলাইনে টপ অব দ্য পপ্স (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টপ অব দ্য পপ্স (ইংরেজি)
- টিভি.কমে টপ অব দ্য পপ্স (ইংরেজি)