Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

ডায়োমেডিয়া এক্সুল্যান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডায়োমেডিয়া এক্সুল্যান্স
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা (Chordata)
গোষ্ঠী: ডাইনোসরিয়া (Dinosauria)
গোষ্ঠী: সরিস্কিয়া (Saurischia)
গোষ্ঠী: থেরোপোডা (Theropoda)
গোষ্ঠী: Maniraptora
গোষ্ঠী: আভিয়ালে (Avialae)
শ্রেণি: এভিস (Aves)
বর্গ: Procellariiformes
পরিবার: Diomedeidae
গণ: Diomedea
Linnaeus, 1758[]
প্রজাতি: D. exulans
দ্বিপদী নাম
Diomedea exulans
Linnaeus, 1758[]
প্রতিশব্দ

Diomedea chionoptera

ডায়োমেডিয়া এক্সুল্যান্স (বৈজ্ঞানিক নাম: Diomedea exulans) বা স্নোয়ি অ্যালবাট্রস, যা হোয়াইট-উইংড অ্যালবাট্রস বা গুনি নামেও পরিচিত, ডায়োমেডেইডি পরিবারের একটি বড় সামুদ্রিক পাখি; দক্ষিণ মহাসাগরে একটি বৃহৎ পরিসরে তাদের বসতি রয়েছে। এটি অ্যালবাট্রসের সাম্প্রতিকতম বর্ণিত প্রজাতি এবং দীর্ঘকাল ধরে ত্রিস্তান অ্যালবাট্রস এবং অ্যান্টিপোডিয়ান অ্যালবাট্রসের মতো একই প্রজাতি হিসাবে বিবেচিত হত। আমস্টারডাম অ্যালবাট্রসের সাথে একত্রে এটি বিচরণশীল অ্যালবাট্রস প্রজাতি কমপ্লেক্স গঠন করে। কমপ্লেক্সটি যখন চারটি প্রজাতিতে বিভক্ত হয়েছিল, তখন মনোনীত ফর্মের ইংরেজি নামটি ওয়ান্ডারিং অ্যালবাট্রস থেকে স্নোয়ি অ্যালবাট্রসে পরিবর্তন করা হয়েছিল।

স্নোয়ি অ্যালবাট্রস ডায়োমিডিয়া (গ্রেট অ্যালবাট্রস) গণের দুটি বৃহত্তম সদস্যের মধ্যে একটি, যা সাউদার্ন রয়্যাল অ্যালবাট্রসের আকারের সমান। এটি যে কোনও জীবিত পাখির সর্বাধিক পরিচিত ডানার বিস্তার রয়েছে এবং এটি সবচেয়ে দূরবর্তী পাখিগুলোর মধ্যে একটি। কিছু স্বতন্ত্র স্নোয়ি অ্যালবাট্রস এক বছরে তিনবার দক্ষিণ মহাসাগর প্রদক্ষিণ করতে পারে বলে জানা যায়, যা ১২০,০০০ কিলোমিটার (৭৫,০০০ মাইল) এরও বেশি পথ অতিক্রম করে।

শ্রেণীবিন্যাস

[সম্পাদনা]

উত্তমাশা অন্তরীপের একটি নমুনার উপর ভিত্তি করে ১৭৫৮ সালে কার্ল লিনিয়াস দ্বারা স্নোয়ি অ্যালবাট্রসকে প্রথম ডায়োমেডিয়া এক্সুলানস হিসাবে বর্ণনা করা হয়েছিল।[] ডায়োমেডিয়া বলতে গ্রিক পুরাণের ডায়োমিডিসকে বোঝায় যার সঙ্গীরা পাখিতে পরিণত হয়েছিল এবং এক্সুলানস বা এক্সসাল ল্যাটিন শব্দ যার অর্থ "এক্সাইল" বা "ওয়ান্ডারার" এর বিস্তৃত উড়ানের কথা উল্লেখ করে।[] এই ধরণের এলাকা দক্ষিণ জর্জিয়া পর্যন্ত সীমাবদ্ধ।[]

কিছু বিশেষজ্ঞ এর চারটি উপ-প্রজাতি হিসাবে বিবেচনা করেছিলেন ডি. এক্সুলানস, যা তারা প্রজাতির মর্যাদায় উন্নীত করেছিল এবং প্রস্তাবিত প্রজাতি অন্তর্ভুক্ত করে এমন একটি প্রজাতি কমপ্লেক্সকে বোঝাতে ওয়ান্ডারিং অ্যালবাট্রস শব্দটি ব্যবহার করে ডি. অ্যান্টিপোডেনসিস, ডি. ডাব্বেনেনা, ডি. এক্সুলানস, এবং ডি. গিবসনি[]

বিবরণ

[সম্পাদনা]

প্লামেজটি বয়সের সাথে পরিবর্তিত হয়, কিশোররা চকোলেট বাদামী শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে তারা সাদা হয়ে যায়।[] প্রাপ্তবয়স্কদের কালো এবং সাদা ডানাযুক্ত সাদা দেহ রয়েছে। পুরুষদের মহিলাদের তুলনায় সাদা ডানা থাকে, কেবল ডানার টিপস এবং পিছনের প্রান্তগুলি কালো। বিচরণশীল অ্যালবাট্রস প্রজাতির মধ্যে তুষার অ্যালবাট্রস সবচেয়ে সাদা, অন্য প্রজাতির ডানা এবং দেহে অনেক বেশি বাদামী এবং কালো, খুব ঘনিষ্ঠভাবে অপরিণত বিচরণকারী অ্যালবাট্রোসের সাথে সাদৃশ্যপূর্ণ। বড় বিলটি গোলাপী, যেমন পা।[] তাদের একটি লবণের গ্রন্থিও রয়েছে যা অনুনাসিক উত্তরণের উপরে অবস্থিত এবং তারা উচ্চ পরিমাণে সমুদ্রের জল গ্রহণ করার কারণে তাদের দেহকে নির্লবণীকরণে সহায়তা করে। তারা তাদের নাক থেকে একটি উচ্চ লবণাক্ত দ্রবণ নির্গত করে, যা কিছু প্রাণীর ঘাড়ে দেখা গোলাপী-হলুদ দাগের সম্ভাব্য কারণ।[][]

উড্ডয়নে

তুষারময় অ্যালবাট্রসের যে কোনও জীবিত পাখির দীর্ঘতম ডানার বিস্তার রয়েছে, যা দক্ষিণ জর্জিয়ার বার্ড আইল্যান্ডে ৩.১ মিটার (১০ ফুট ২ ইঞ্চি) গড় স্প্যান সহ ৩.৫ মিটার (১১ ফুট) পর্যন্ত পৌঁছায়।[১০][১১] নিউ সাউথ ওয়েলসের মালাবার উপকূলে পরিমাপ করা ১২৩টি পাখির মধ্যে উইংসস্প্যান গড়ে ৩ মিটার (৯ ফুট ১০ ইঞ্চি) পরিমাপ করা হয়েছিল।[][১২][১৩] ক্রোজেট দ্বীপপুঞ্জে, প্রাপ্তবয়স্কদের ডানার বিস্তার গড়ে ৩.০৫ মিটার (১০ ফুট ০ ইঞ্চি) ছিল।[১৪] দীর্ঘতম ডানাযুক্ত[১৫] নমুনাগুলো প্রায় ৩.৭ মিটার (১২ ফুট ২ ইঞ্চি) হয়েছে।[১৩] দুটি নমুনার ডানার বিস্তার ৪.২২ মিটার (১৩ ফুট ১০ ইঞ্চি) এবং ৫.৩ মিটার (১৭ ফুট ৫ ইঞ্চি) বলে জানা গেছে, তবে এই প্রতিবেদনগুলো যাচাই করা হয়নি।[১৩] এর বৃহত ডানার বিস্তারের ফলস্বরূপ, এটি একবারে কয়েক ঘন্টা ডানা ঝাপটানো ছাড়াই বাতাসে থাকতে সক্ষম (প্রতি মিটার ড্রপের জন্য ২২ মিটার ভ্রমণ করে)।[১৬] দেহের দৈর্ঘ্য প্রায় ১০৭ থেকে ১৩৫ সেমি (৩ ফুট ৬ ইঞ্চি থেকে ৪ ফুট ৫ ইঞ্চি)[১২] এবং মহিলারা পুরুষদের তুলনায় সামান্য ছোট হয়।[১৭][]

প্রাপ্তবয়স্কদের ওজন ৫.৯ থেকে ১২.৭ কেজি (১৩ থেকে ২৮ পাউন্ড) পর্যন্ত হতে পারে, যদিও বেশিরভাগের ওজন ৬.৩৫ থেকে ১১.৯১ কেজি (১৪.০ থেকে ২৬.৩ পাউন্ড) হবে।[][১৩][১৮][১৯] ম্যাককুরি দ্বীপে, তিনজন পুরুষের গড় গড় ৮.৪ কেজি (১৯ পাউন্ড) এবং তিনটি মহিলা গড়ে ৬.২ কেজি (১৪ পাউন্ড)।[২০] ক্রোজেট দ্বীপপুঞ্জের কিছু অংশে, পুরুষদের গড় ওজন ছিল ৯.৪৪ কেজি (২০.৮ পাউন্ড) এবং মহিলাদের গড় ৭.৮৪ কেজি (১৭.৩ পাউন্ড)।[১৪] তবে, ক্রোজেট দ্বীপপুঞ্জের ১০ জন আনসেক্সড প্রাপ্তবয়স্কদের গড় ৯.৬ কেজি (২১ পাউন্ড)।[২১] দক্ষিণ জর্জিয়ায়, ৫২ জন পুরুষকে গড়ে ৯.১১ কেজি (২০.১ পাউন্ড) এবং ৫৩ জন মহিলাকে গড়ে ৭.২৭ কেজি (১৬.০ পাউন্ড) পাওয়া গেছে।[২২] ইলে দে লা পজেশনে, প্রাপ্তবয়স্ক পুরুষ স্নোয়ি অ্যালবাট্রোসগুলো গড়ে ১০.৯২ কেজি (২৪.১ পাউন্ড) এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের গড় ৮.৮৭ কেজি (১৯.৬ পাউন্ড) ছিল।[২৩] একই উপনিবেশ থেকে প্রাপ্ত বয়স্ক দেহের ভরগুলোর আরেকটি নমুনা পুরুষদের গড় ১১.০৯ কেজি (২৪.৪ পাউন্ড) এবং মহিলাদের গড় ৯.১ কেজি (২০ পাউন্ড) পাওয়া গেছে।[২৪] অপরিণত পাখিগুলো তাদের প্রথম ফ্লাইটের সময় ১৬.১ কেজি (৩৫ পাউন্ড) ওজনের রেকর্ড করা হয়েছে (সেই সময়ে তাদের এখনও ফ্যাট রিজার্ভ থাকতে পারে যা তারা উড়তে থাকায় ছড়িয়ে পড়বে)।[১৩] দক্ষিণ জর্জিয়ায়, ফ্লেডলিং গড়ে ১০.৯ কেজি (২৪ পাউন্ড) পাওয়া গেছে।[২৫] "স্নোয়ি" ওয়ান্ডারিং অ্যালবাট্রস গ্রুপের (ডি এক্সুলানস) বাইরে থেকে আসা অ্যালবাট্রসগুলো ছোট তবে এখন সাধারণত বিভিন্ন প্রজাতির অন্তর্গত বলে মনে করা হয়।[২২][২৬]

বিতরণ এবং আবাসস্থল

[সম্পাদনা]

তুষারময় অ্যালবাট্রস দক্ষিণ জর্জিয়া দ্বীপ, ক্রোজেট দ্বীপপুঞ্জ, কেরগুয়েলেন দ্বীপপুঞ্জ, প্রিন্স এডওয়ার্ড দ্বীপপুঞ্জ এবং ম্যাককুরি দ্বীপে প্রজনন করে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূলে কাইকুরা উপদ্বীপে সারা বছর ধরে খাওয়ানো দেখা যায়[২৭] এবং সমস্ত দক্ষিণ মহাসাগরে ২৮° থেকে ৬০° পর্যন্ত বিস্তৃত হয়।[] কিছু স্বতন্ত্র স্নোয়ি অ্যালবাট্রোস এক বছরে ১২০,০০০ কিলোমিটার (৭৫,০০০ মাইল) এরও বেশি পথ পাড়ি দিয়ে তিনবার দক্ষিণ মহাসাগর প্রদক্ষিণ করতে পারে বলে জানা যায়।[২৮] স্নোয়ি অ্যালবাট্রসগুলো তাদের জীবনের বেশিরভাগ সময় উড়তে ব্যয় করে, কেবল প্রজনন এবং খাওয়ানোর জন্য অবতরণ করে। প্রতি বছর ভ্রমণ করা দূরত্বগুলো পরিমাপ করা কঠিন, তবে একটি ব্যান্ডেড পাখি বারো দিনে ৬,০০০ কিলোমিটার (৩,৭০০ মাইল) ভ্রমণ রেকর্ড করা হয়েছিল।[][২৯]

স্নোয়ি অ্যালবাট্রোসের ডানার দৈর্ঘ্য যে কোন জীবিত পাখির চেয়ে দীর্ঘতম।

স্নোয়ি অ্যালবাট্রসগুলো বিশাল দূরত্ব ভ্রমণ করে এবং খোলা মহাসাগরে আরও বেশি খাওয়ানোর প্রবণতা রাখে, অন্যদিকে অন্যান্য অ্যালবাট্রস, যেমন সাধারণভাবে সম্পর্কিত রয়্যাল অ্যালবাট্রসগুলো কিছুটা অগভীর জলে এবং মহাদেশীয় তাকের কাছাকাছি চারণ করে।[৩০] উড়ানের সময়, ১৩৫ কিমি / ঘন্টা (৮৪ মাইল) গতি রেকর্ড করা হয়েছে।[১১] তারা অন্যান্য অ্যালবাট্রসের চেয়ে আরও দক্ষিণে শীতল জলে চারণ করে। তারা সেফালোপডস, ছোট মাছ এবং ক্রাস্টেসিয়ান খায়।[][৩১] তারা জাহাজ অনুসরণ করার জন্য প্রবণ হয়। তারা অগভীর জলে ঝাঁপ দিতে পারে।[৩২]

প্রজনন

[সম্পাদনা]
ডায়োমেডিয়া এক্সুলানসের ডিম

স্নোয়ি অ্যালবাট্রস জীবনের জন্য সঙ্গম করে এবং প্রতি বছর প্রজনন করে।[১৭] প্রজননের সময় তারা দক্ষিণ মহাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ গোষ্ঠীগুলোতে আলগা উপনিবেশ দখল করে। কোর্টিংয়ের সময় তারা তাদের ডানা ছড়িয়ে দেবে, তাদের মাথা নাড়াবে এবং ব্রায়িংয়ের সময় তাদের বিলগুলো একসাথে র্যাপ করবে।[] ওয়ান্ডারার্সে চিৎকার এবং শিস থেকে শুরু করে ঘ্যানঘ্যান এবং বিল তালি পর্যন্ত প্রচুর পরিমাণে প্রদর্শন রয়েছে।[] তারা একটি ডিম দেয় যা সাদা, কয়েকটি দাগ সহ এবং প্রায় ১০ সেমি (৩.৯ ইঞ্চি) লম্বা। ১০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শুয়ে থাকেন তারা। বাসাগুলো ঘাসযুক্ত গাছপালা এবং মাটির পিট দিয়ে নির্মিত বড় বাটি,[] যা গোড়ায় ১ মিটার প্রশস্ত এবং শীর্ষে অর্ধ মিটার প্রশস্ত। ইনকিউবেশন প্রায় ১১ সপ্তাহ সময় নেয় এবং বাবা-মা উভয়ই জড়িত।[১৭] ১১ সপ্তাহের ইনকিউবেশন পিরিয়ড যে কোনও পাখির মধ্যে দীর্ঘতম।[৩৩] ছানাটির বিকাশের প্রাথমিক পর্যায়ে, বাবা-মা পালা করে বাসায় বসে থাকে এবং অন্যরা খাবারের সন্ধান করে। পরে, উভয় প্রাপ্তবয়স্করা খাবারের সন্ধান করে এবং অনিয়মিত বিরতিতে ছানাটি পরিদর্শন করে।[৩৪] গবেষকরা এর আগে ধারণা করেছিলেন যে ছানাগুলো প্রায় ১২ থেকে ১৬ সপ্তাহের দুধ ছাড়ানোর পরে পুরো শীতকালে খাবার ছাড়াই ছিল। পরবর্তী গবেষণাগুলো এই ধারণাটিকে অস্বীকার করেছিল, কারণ এই সময়কালে ছানাগুলোকে খাওয়ানো দেখা গেছে।[৩৫] তারা একটি একগামী প্রজাতি, সাধারণত জীবনের জন্য। কিশোর-কিশোরীরা ছয় বছরের মধ্যে কলোনিতে ফিরে আসে; তবে ১১ থেকে ১৫ বছরের আগে এরা প্রজনন শুরু করবে না।[১২] প্রায় ৩১.৫% পালিত বেঁচে থাকে।[] এরা ৫০ বছরেরও বেশি সময় বাঁচতে পারে।[৩৬]

মানুষের সাথে সম্পর্ক

[সম্পাদনা]
স্বতন্ত্র উড্ডয়নের জন্য ভূমিত্যাগ

নাবিকরা পাখিদের তাদের দীর্ঘ ডানার হাড়ের জন্য ধরে রাখত, যা থেকে তারা তামাকের পাইপের ডালপালা তৈরি করত। মহান দক্ষিণ সাগরের প্রথম দিকের অভিযাত্রীরা তাদের নিরানন্দ নির্জনতায় অ্যালবাট্রসের সাহচর্য দ্বারা উত্সাহিত হয়েছিল এবং যেমনটি কোলরিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার-এ দেখানো হয়েছে যে তাদের হত্যা করা অত্যন্ত দুর্ভাগ্য হিসাবে দেখা হয়েছিল। "তার গলায় একটি অ্যালবাট্রস" এর রূপকটিও কবিতা থেকে এসেছে এবং উদ্বেগ বা বাধা সৃষ্টিকারী একটি অযাচিত বোঝা নির্দেশ করে। পালের দিনগুলোতে পাখিটি প্রায়শই দিনের পর দিন জাহাজের সাথে ছিল, কেবল এটি অনুসরণ করে না, তবে জলের উপর অবতরণ করতে দেখা যায় না এমন প্রশস্ত বৃত্তে চাকা চালায়। এটি আপাতদৃষ্টিতে ক্লান্তিহীন, ঝঞ্ঝাবিক্ষুব্ধ এবং মাঝারি আবহাওয়ায় তার উড়ান অব্যাহত রেখেছিল।[৩৭]

নিউজিল্যান্ডের মাওরিরা খাদ্যের উৎস হিসেবে অ্যালবাট্রোস ব্যবহার করত। তারা হুক বেঁধে তাদের ধরে ফেলে।[৩৮] যেহেতু অ্যালবাট্রসের ডানার হাড়গুলো হালকা ছিল তবে খুব শক্তিশালী মাওরি এগুলো কোউউ (বাঁশি),[৩৯] সূঁচ, চিসেল ব্লেড[৪০] এবং বড়শির জন্য বার্বস সহ বেশ কয়েকটি বিভিন্ন স্বতন্ত্র বস্তু তৈরি করতে ব্যবহার করেছিলেন।[৪১]

সংরক্ষণ

[সম্পাদনা]
দক্ষিণ জর্জিয়া দ্বীপে স্নোয়ি অ্যালবাট্রস

আইইউসিএন স্নোয়ি অ্যালবাট্রসকে সংকটাপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করেছে।[] ২০০৩ সালের হিসাবে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর হার প্রতি বছর ৫% থেকে ৭.৮%।[] এর প্রজনন পরিসীমা ৬৪,৭০০,০০০ কিমি২ (২৫,০০০,০০০ মা২), যদিও এর প্রজনন পরিসীমা মাত্র ১,৯০০,কিমি২ (৭৩০ মা২)।[]

তাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় হুমকি হ'ল দীর্ঘ লাইন মাছ ধরা; তবে দূষণ, মূলত প্লাস্টিক এবং মাছ ধরার হুকগুলোও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সিসিএএমএলআর দক্ষিণ জর্জিয়ার আশেপাশে অ্যালবাট্রসের বাইক্যাচ ৯৯% হ্রাস করার ব্যবস্থা চালু করেছে এবং অন্যান্য আঞ্চলিক ফিশিং কমিশন প্রাণহানি কমাতে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করছে। প্রিন্স এডওয়ার্ড দ্বীপপুঞ্জ একটি প্রকৃতি সংরক্ষিত এবং ম্যাককুরি দ্বীপপুঞ্জ একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। অবশেষে, ক্রোজেট দ্বীপপুঞ্জ এবং কেরগুয়েলেন দ্বীপপুঞ্জের বৃহত অংশগুলো প্রকৃতি রিজার্ভ।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. BirdLife International (২০১৮)। "Diomedea exulans"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2018: e.T22698305A132640680। ডিওআই:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22698305A132640680.enঅবাধে প্রবেশযোগ্য। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ 
  2. Brands, Sheila (১৪ আগস্ট ২০০৮)। "Systema Naturae 2000 / Classification – Diomedea subg. Diomedea –"Project: The Taxonomicon। ২১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০০৯ 
  3. Robertson, C. J. R. (২০০৩)। "Albatrosses (Diomedeidae)"। Hutchins, Michael। Grzimek's Animal Life Encyclopedia। 8 Birds I Tinamous and Ratites to Hoatzins (2nd সংস্করণ)। Farmington Hills, MI: Gale Group। পৃষ্ঠা 113–116, 118–119। আইএসবিএন 978-0-7876-5784-0 
  4. Gotch, A. F. (১৯৯৫) [1979]। "Albatrosses, Fulmars, Shearwaters, and Petrels"। Latin Names Explained. A Guide to the Scientific Classifications of Reptiles, Birds & Mammals। New York, NY: Facts on File। পৃষ্ঠা 191। আইএসবিএন 978-0-8160-3377-5 
  5. Schodde, Richard; Tennyson, Alan J.D.; Groth, Jeff G.; Lai, Jonas; Scofield, Paul; Steinheimer, Frank D. (২০১৭)। "Settling the name Diomedea exulans Linnaeus, 1758 for the Wandering Albatross by neotypification"। Zootaxa4236 (1): 135। ডিওআই:10.11646/zootaxa.4236.1.7পিএমআইডি 28264342 
  6. Burg, T. M.; Croxall, J. P. (২০০৪)। "Global population structure and taxonomy of the wandering albatross species complex" (পিডিএফ)Molecular Ecology13 (8): 2345–2355। এসটুসিআইডি 28479284ডিওআই:10.1111/j.1365-294X.2004.02232.xপিএমআইডি 15245406বিবকোড:2004MolEc..13.2345B 
  7. BirdLife International (২০০৮)। "Wandering Albatross – BirdLife Species Factsheet"Data Zone। ২ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০০৯ 
  8. Ehrlich, Paul R.; Dobkin, David, S.; Wheye, Darryl (১৯৮৮)। The Birders Handbookবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন (First সংস্করণ)। New York, NY: Simon & Schuster। পৃষ্ঠা 29–31। আইএসবিএন 978-0-671-65989-9 
  9. Tickell, W.L.N. (২০১১)। "Plumage contamination on Wandering Albatrosses – an aerodynamic model"। Sea Swallow60: 67–69। 
  10. Sanchez, Gerardo; Salazar, Ryan D.; Hassanalian, Mostafa; Abdelkefi, Abdessattar (৮ জানুয়ারি ২০১৮)। "Sizing and performance analysis of albatross-inspired tilt-wing unmanned air vehicle"Dynamic Loads, Response, and Stability of Aerospace Vehicles (ইংরেজি ভাষায়)। American Institute of Aeronautics and Astronautics। আইএসবিএন 978-1-62410-532-6ডিওআই:10.2514/6.2018-1445 
  11. Barwell, Graham (১৫ অক্টোবর ২০১৩)। Albatross (ইংরেজি ভাষায়)। Reaktion Books। পৃষ্ঠা 12–14। আইএসবিএন 978-1-78023-214-0 
  12. Dunn, Jon L.; Alderfer, Jonathon (২০০৬)। "Accidentals, Extinct Species"। Levitt, Barbara। National Geographic Field Guide to the Birds of North America (fifth সংস্করণ)। Washington D.C.: National Geographic Society। পৃষ্ঠা 467আইএসবিএন 978-0-7922-5314-3 
  13. Wood, Gerald (১৯৮৩)। The Guinness Book of Animal Facts and Feats। Guinness Superlatives। আইএসবিএন 978-0-85112-235-9 
  14. Shaffer, S. A.; Weimerskirch, H.; Costa, D. P. (২০০১)। "Functional significance of sexual dimorphism in Wandering Albatrosses, Diomedea exulans"Functional Ecology15 (2): 203–210। এসটুসিআইডি 49358426ডিওআই:10.1046/j.1365-2435.2001.00514.xঅবাধে প্রবেশযোগ্যবিবকোড:2001FuEco..15..203S 
  15. Didier, Laurent (অক্টোবর ১৯, ২০১৯)। "Birds with the Biggest Wingspans"Bird Watchers Hub [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. Rattenborg, Niels, C. (২০০৬)। "Do Birds Sleep in Flight?"। Naturwissenschaften93 (9): 413–425। এসটুসিআইডি 1736369ডিওআই:10.1007/s00114-006-0120-3পিএমআইডি 16688436বিবকোড:2006NW.....93..413R 
  17. Harrison, Colin; Greensmith, Alan (১৯৯৩)। "Non-Passerines"। Bunting, Edward। Birds of the World (First সংস্করণ)। New York, NY: Dorling Kindersley। পৃষ্ঠা 48। আইএসবিএন 978-1-56458-295-9 
  18. Wandering albatross (Diomedea exulans). arkive.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ ফেব্রুয়ারি ২০১১ তারিখে
  19. "Encyclopedia of the Antarctic, v. 1 & v. 2. Beau Riffenburgh (Editor). Routledge, আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৯৭০২৪-২.
  20. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), আইএসবিএন ৯৭৮-০-৮৪৯৩-৪২৫৮-৫.
  21. Weimerskirch, H.; Shaffer, S. A.; Mabille, G.; Martin, J.; Boutard, O.; Rouanet, J. L. (২০০২)। "Heart rate and energy expenditure of incubating wandering albatrosses: basal levels, natural variation, and the effects of human disturbance"Journal of Experimental Biology205 (4): 475–483। ডিওআই:10.1242/jeb.205.4.475পিএমআইডি 11893761। ২০২১-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০২-১৯ 
  22. CRC Handbook of Avian Body Masses, 2nd Edition by John B. Dunning Jr. (Editor). CRC Press (2008), আইএসবিএন ৯৭৮-১-৪২০০-৬৪৪৪-৫.
  23. Shaffer, S. A., Costa, D. P., & Weimerskirch, H. (2003). Foraging effort in relation to the constraints of reproduction in free-ranging albatrosses. Functional Ecology, 66–74.
  24. Weimerskirch, H., Cherel, Y., Cuenot-Chaillet, F., & Ridoux, V. (1997). Alternative foraging strategies and resource allocation by male and female wandering albatrosses. Ecology, 78(7), 2051–2063.
  25. Xavier, J.; Croxall, J.; Trathan, P.; Rodhouse, P. (২০০৩)। "Inter-annual variation in the cephalopod component of the diet of the wandering albatross, Diomedea exulans, breeding at Bird Island, South Georgia"। Marine Biology142 (3): 611–622। এসটুসিআইডি 83466498ডিওআই:10.1007/s00227-002-0962-yবিবকোড:2003MarBi.142..611X 
  26. Burg, T. M.; Croxall, J. P. (২০০৪)। "Global population structure and taxonomy of the wandering albatross species complex"Molecular Ecology13 (8): 2345–2355। এসটুসিআইডি 28479284ডিওআই:10.1111/j.1365-294x.2004.02232.xপিএমআইডি 15245406বিবকোড:2004MolEc..13.2345B 
  27. Shirihai, Hadoram (২০০২) [2002]। "Great Albatrosses"। Antarctic Wildlife The birds and mammals। Finland: Alula Press। পৃষ্ঠা 90আইএসবিএন 978-951-98947-0-6 
  28. Weimerskirch, Henri; Delord, Karine; Guitteaud, Audrey; Phillips, Richard A.; Pinet, Patrick (২০১৫)। "Extreme variation in migration strategies between and within snowy albatross populations during their sabbatical year and their fitness consequences"Scientific Reports5: 8853। ডিওআই:10.1038/srep08853পিএমআইডি 25747757পিএমসি 4352845অবাধে প্রবেশযোগ্যবিবকোড:2015NatSR...5E8853W 
  29. Richardson, Michael (27 Sep 2002). "Endangered seabirds / New fishing techniques undercut an old talisman : Modern mariners pose rising threat to the albatross. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-০২-২১ তারিখে" Herald Tribune.
  30. Imber, M.J. (১৯৯৯)। "Diet and Feeding Ecology of the Royal Albatross Diomedea epomophora – King of the Shelf Break and Inner Slope"। Emu - Austral Ornithology99 (3): 200–211। ডিওআই:10.1071/MU99023বিবকোড:1999EmuAO..99..200I 
  31. Croxall, J. P.; North, A. W.; Prince, P. A. (১ অক্টোবর ১৯৮৮)। "Fish prey of the Wandering Albatross Diomedea exulans at South Georgia"Polar Biology (ইংরেজি ভাষায়)। 9 (1): 9–16। আইএসএসএন 1432-2056এসটুসিআইডি 27754838ডিওআই:10.1007/BF00441760বিবকোড:1988PoBio...9....9C 
  32. Weimerskirch, H; Wilson, RP (১৯৯২)। "When do wandering albatrosses Diomedea exulans forage?"Marine Ecology Progress Series86: 297–300। আইএসএসএন 0171-8630ডিওআই:10.3354/meps086297বিবকোড:1992MEPS...86..297W 
  33. "What to expect on Royal Cam"www.doc.govt.nz (ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
  34. Tickell, W. L. N. (২৩ মার্চ ২০১৩), "The Biology of the Great Albatrosses, Diomedea Exulahs and Diomedea Epomophora", Austin, Oliver L., Antarctic Bird Studies, Antarctic Research Series, Washington, D. C.: American Geophysical Union, পৃষ্ঠা 1–56, আইএসবিএন 978-1-118-66914-3, ডিওআই:10.1029/ar012p0001, সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  35. Berrow, Simon D.; Croxall, John P. (১ মে ২০০১)। "Provisioning Rate and Attendance Patterns of Wandering Albatrosses at Bird Island, South Georgia"The Condor103 (2): 230–239। আইএসএসএন 0010-5422ডিওআই:10.1093/condor/103.2.230 
  36. Is foraging efficiency a key parameter in aging? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে. Physorg (23 March 2010)
  37.  এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Albatross"। ব্রিটিশ বিশ্বকোষ1 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 491। 
  38. "Matau Toroa (Albatross hook)"Collections Online। Museum of New Zealand Te Papa Tongarewa। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১০ 
  39. "Koauau (flute)"Collections Online। Museum of New Zealand Te Papa Tongarewa। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১০ 
  40. "Uhi Ta Moko (tattooing instruments)"Collections Online। Museum of New Zealand Te Papa Tongarewa। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১০ 
  41. "Matau (fish hook)"Collections Online। Museum of New Zealand Te Papa Tongarewa। ২৪ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১০ 

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]