নুওসু ভাষা
অবয়ব
Yi | |
---|---|
ꆇꉙ Nuosu | |
দেশোদ্ভব | গণপ্রজাতন্ত্রী চীন, |
অঞ্চল | সুদূর প্রাচ্য জুড়ে. |
মাতৃভাষী | ৬ মিলিয়ন
|
চীনা-তিব্বতি
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | ii (Sichuan Yi) |
আইএসও ৬৩৯-২ | iii (Sichuan Yi) |
আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:iii – Sichuan Yinos – Southern Yiycl – Central Yiyif – Ache Yiyig – Guizhou Yiyik – Xishan Lalu Yiyio – Dayao Yiyip – Poluo Yiyiq – Miqie Yiyit – Eastern Lalu Yiyiu – Awu Yiyiv – Eshan-Xinping Yiyix – Axi Yiyiz – Azhe Yiylm – Limi Yiylo – Naluo Yiymh – Mili Yiymj – Muji Yiypl – Pula Yiypw – Puwa Yiysn – Sani Yiyso – Southeastern Lolo Yiysp – Southern Lolopho Yiywl – Western Lalu Yiywm – Wumeng Yiywq – Wuding-Luquan Yiywt – Western Yiywu – Wusa Yiyym – Yuanjiang-Mojiang Yi |
নুওসু ভাষা চীনে প্রচলিত একটি ভাষা। চীনা তিব্বতি পরিবারের অন্তর্গত ভাষাটি চীনের সিছুয়ান প্রদেশের দক্ষিণাংশে এবং ইউন্নান প্রদেশের উত্তরাংশে প্রায় ২০ লক্ষ মানুষের মুখের ভাষা, যাদের প্রায় ৬০% অন্য কোন ভাষাতে কথা বলেন না, এমনকি ম্যান্ডারিন চীনাও নয়। চীনে নুওসু ভাষাটিকে বৃহত্তর ই (yi) ভাষা-পরিবারের প্রধানতম ও আদর্শ ভাষা হিসেবে গণ্য করা হয় এবং স্কুল কলেজে একমাত্র এটিকেই শেখানো হয়। চীনা সরকার সমগ্র ভাষা পরিবারে ৬টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে এবং এগুলিতে প্রায় ৬০ লক্ষ লোক কথা বলেন।