২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[১৫]সিপিআই (এম) এর অমিয় কুমার সাহু পাঁশকুড়া ইস্ট কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বিপ্লব রায় চৌধুরীকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব রায়চৌধুরী[২০] এবং ১৯৯৬ সালে কংগ্রেস প্রার্থী বিপ্লব রায়চৌধুরী সিপিআই (এম) এর শিশির সরকারকে পরাজিত করেন।[১৩] সিপিআই (এম) এর শিশির সরকার ১৯৯১ সালে কংগ্রেসের বিপ্লব রায় চৌধুরীকে পরাজিত করেন।[১২] সিপিআই (এম) এর শিবরাম বসু ১৯৮৭ সালে কংগ্রেসের রবীন্দ্র বাগকে পরাজিত করেন।[১১] নির্দল/ জনতা পার্টির স্বদেশ রঞ্জন মাজি ১৯৮২ সালে
আইসিএস এর বিপ্লব রায় চৌধুরীকে পরাজিত [১০] এবং ১৯৭৭ সালে ফরওয়ার্ড ব্লকের অধীর কুমার চট্টোপাধ্যায়কে পরাজিত করেন।[৯][২১]
সিপিআইয়ের গীতা মুখার্জি ১৯৭২, ১৯৭১, ১৯৬৯ এবং ১৯৬৭ সালে পাঁশকুড়া ইস্ট কেন্দ্র থেকে জয়ী হন, ১৯৭২ সালে ফরোয়ার্ড ব্লকের অমর প্রসাদ চক্রবর্তীকে,[৮] ১৯৭১ সালে
বাংলা কংগ্রেসের বীরভদ্র গৌরীকে,[৭] ১৯৬৯ সালে কংগ্রেসের শ্যামদাস ভট্টাচার্যকে[৬] এবং ১৯৬৭ সালে কংগ্রেসের সতীশ চন্দ্র সামন্তকে পরাজিত করেন।[৫] ১৯৬২[৪] এবং ১৯৫৭ সালে[৩] কংগ্রেসের রজানী কান্ত প্রামাণিক জয়ী হন। ১৯৫১ সালে স্বাধীনভারতের প্রথম নির্বাচনে,[২] পাঁশকুড়া কেন্দ্রে দুইটি আসন ছিল ১. পাঁশকুড়া নর্থ ২. পাঁশকুড়া সাউথ। কংগ্রেসের রজনীকান্ত প্রামাণিক পাঁশকুড়া নর্থ থেকে জয়ী হন, কংগ্রেসের শ্যামা ভট্টাচার্য পাঁশকুড়া সাউথ থেকে জয়ী হন।[২২]
↑ কখগঘ"West Bengal Assembly Election 2011"(পিডিএফ)। Panskura Purba (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১১-০৯-১২ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-০১।
↑উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; vidhansabha2001 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
↑"Statistical Reports of Elections"। সাধারণ নির্বাচনের ফলাফল এবং পরিসংখ্যান (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০১০-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-০১।