Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

বজ্রঝড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাঠের উপর বজ্রঝড়ের দৃশ্য।

বজ্রঝড় হচ্ছে এক প্রকার ক্রান্তীয় ঝড় যা বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো সহযোগে সংঘটিত ভারি বর্ষণ অথবা শিলাবৃষ্টি[]। বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গে মার্চ অথবা এপ্রিল মাসে এবং বর্ষামৌসুমের শেষদিকে অক্টোবর-নভেম্বর মাসে সন্ধ্যার দিকে প্রচন্ড তীব্রতা সহকারে বজ্রঝড় সংঘটিত হয়ে থাকে। গ্রীষ্মের প্রথমভাগে এ ধরনের বজ্রঝড় কালবৈশাখী নামে এবং বর্ষা ঋতুর শেষভাগে আশ্বিনের ঝড় নামে অভিহিত হয়ে থাকে।[]

সংঘটনের কারণ

[সম্পাদনা]

গ্রীষ্মের উষ্ণ ও আর্দ্র দিনে উত্তপ্ত বায়ু হাল্কা হয়ে উপরে উঠতে থাকে এবং দ্রুত ঠান্ডা হয়ে গাঢ় কৃষ্ণ বর্ণের বজ্রমেঘ উৎপন্ন করে। ঝঞ্ঝাপূর্ণ এই মেঘ সচরাচর উল্লম্বভাবে প্রায় ৮ কিমি দীর্ঘ এবং প্রায় ৫ কিমি পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে। সাধারণত একেকটি পৃথক বজ্রঝড় নিয়ে একটি সম্মিলিত বজ্রঝড়ের সৃষ্টি হয় যা প্রায় ৩০ কিমি পর্যন্ত প্রশস্ত হতে পারে এবং ৫ ঘণ্টারও অধিককাল স্থায়ী হয়। এমনকি একটি একক বজ্রঝড়ও ৫০ কিমি এলাকা জুড়ে বিস্তৃত হয়ে একটি অতিকায় বজ্রঝড়ের রূপ নিতে পারে। এ ধরনের বজ্রঝড়ে প্রচুর শিলাবর্ষণ, শক্তিশালী বাতাস, অধিক বজ্রপাত এবং ঘন ঘন বিদুৎ চমকানোর ঘটনা ঘটে থাকে।

গতি

বজ্রঝড়ের অগ্রসর হওয়ার দুটি প্রধান উপায় হল -১.বাতাসের আকর্ষণ এবং অধিক তাপ।

২.আর্দ্রতার উৎসের দিকে বহিঃপ্রবাহের সীমানা বরাবর প্রচারের মাধ্যমে।

অনেক বজ্রঝড় পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন ৮ কিলোমিটার বা ৫ মাইল জুড়ে পৃথিবীর ট্রপোস্ফিয়ারের মধ্য দিয়ে গড় বাতাসের গতিতে চলে। দুর্বল বজ্রঝড় শক্তিশালী বজ্রঝড়ের তুলনায় পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি বাতাসের দ্বারা পরিচালিত হয়, কারণ দুর্বল বজ্রঝড় ততটা লম্বা হয় না। সংগঠিত, দীর্ঘস্থায়ী বজ্রপাত কোষ এবং কমপ্লেক্সগুলি উল্লম্ব বায়ু শিয়ার ভেক্টরের দিকে একটি ডান কোণে চলে যায়।

দমকা হাওয়া বা বহিঃপ্রবাহের সীমানার অগ্রভাগ যদি বজ্রঝড়ের আগে দৌড়ে যায়, তাহলে এর গতি ত্বরান্বিত হবে। কম বৃষ্টিপাতসহ বজ্রঝড়ের তুলনায় এটি ভারী বৃষ্টিপাতসহ বজ্রঝড়ের একটি কারণ।

যখন বজ্রঝড় একত্রিত হয়, সেটি সম্ভবত তখন অসংখ্য বজ্রঝড় একে অপরের সান্নিধ্যে থাকে, তখন শক্তিশালী বজ্রঝড়ের গতি সাধারণত একত্রিত ঝড়ের ভবিষ্যত গতি নির্দেশ করে।

গড় বাতাস যত শক্তিশালী হবে, অন্যান্য প্রক্রিয়াগুলি ঝড়ের গতিতে জড়িত হওয়ার সম্ভাবনা তত কম।

আবহাওয়া রাডারে , একটি বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে ঝড় ট্র্যাক করা হয় এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় কোথা থেকে কতদূর পর্যন্ত ঝড়টি প্রবাহিত হতে পারে।

ব্যাক-বিল্ডিং বজ্রঝড়

ব্যাক-বিল্ডিং বজ্রঝড়, সাধারণত একটি প্রশিক্ষণ বজ্রঝড় হিসাবে পরিচিত।

একটি বজ্রঝড় যেখানে নতুন বিকাশ ঘটে উর্ধ্বগতির দিকে (সাধারণত উত্তর গোলার্ধের পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে), যাতে ঝড়টি স্থির থাকে বা চলমান বলে মনে হয়। একটি পশ্চাৎমুখী দিকে যদিও ঝড়টি প্রায়শই রাডারে স্থির দেখায়, বা আপওয়াইন্ডে চলে, (মূলত ঝড়টি আসলে রাডারে চলমান সাপেক্ষে স্থির এবং স্থির অবস্থার সাপেক্ষে গতিশীল) এটি একটি বিভ্রম সৃষ্টি করে।

ঝড়টি আসলেই একটি বহু-কোষীয় (একত্রে অনেকগুলো ঝড় একসাথে হয়ে একটি ঝড়ে পরিণত হয়) ঝড় যার মধ্যে নতুন, আরও জোরালো ঝড় যা উর্ধ্বগতির দিকে তৈরি হয়, পুরানো ঝড়গুলিকে (বজ্রপাতসহ) প্রতিস্থাপন করে যা নিম্নবায়ুতে প্রবাহিত হতে থাকে।

যখন এটি ঘটে, তখন বিপর্যয়কর বন্যা সম্ভব।

র্্যাপিড সিটি, সাউথ ডাকোটাতে, 1972 সালে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বাতাসের একটি অস্বাভাবিক সারিবদ্ধকরণ কোষের একটি ক্রমাগত প্রশিক্ষণ সেট তৈরি করে যা একই এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করে, যার ফলে বিধ্বংসী ফ্ল্যাশ বন্যা হয়।  অনুরূপ ঘটনা ইংল্যান্ডের বসক্যাসলে ১৬ আগস্ট ২০০৪ সালে এবং ১ ডিসেম্বর ২০১৫ এ চেন্নাইতে ঘটেছে।


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Weather Glossary – T"। National Weather Service। ২১ এপ্রিল ২০০৫। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-২৩ (ইংরেজি)
  2. US Department of Commerce, NOAA। "NWS JetStream - Lightning Frequently Asked Questions"www.weather.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Meteorological variables টেমপ্লেট:Natural disasters