বরবরুয়া
অবয়ব
বরবরুয়া (আহোম: ফু-কে-লুঙ) হচ্ছে আহোম রাজ্য-এর পাঁচজন পাত্র মন্ত্রীদের মধ্যের একজন। স্বর্গদেও প্রতাপসিংহ বরবরুয়া পদের সৃষ্টি করেছিলেন।[১] কলিয়াবর নদীর পূর্ব অঞ্চল এবং যে অঞ্চলগুলি বুঢ়াগোঁহাই, বরগোঁহাই এবং বরপাত্রগোঁহাই নিয়ন্ত্রণে ছিল না, সেই অঞ্চলগুলি বরবরুয়া নিয়ন্ত্রণ করতেন।
বরবরুয়াদের তালিকা
[সম্পাদনা]- মোমাই তামূলী বরবরুয়া
- তাঙাচু বরবরুয়া
- চেঙধরা বরবরুয়া
- বেঙ খোয়া বরবরুয়া
- পেলন বরবরুয়া (ঘরা কোয়র ভিতারুল ফুকন)
- লেছম দেবেরা বরবরুয়া
- লানছিঙ শাইকান কিরকিরিয়া বরবরুয়া
- মেছা বরবরুয়া
- চক্রপানী বরবরুয়া
- দিহিঙীয়া আলুন বরবরুয়া
- বকতিয়াল রূপচন্দ্র বরবরুয়া
- কীর্তি চন্দ্র গেন্ধেলা বরবরুয়া
- ভদ্রসেন বরবরুয়া (বকতিয়াল পরিবার)
- এদাবরীয়া সন্দিকৈ বরবরুয়া
- নামতিয়াল বগতী সন্দিকৈ বরবরুয়া
- বকতিয়াল জয়ন্ত বরবরুয়া
- বাচকতীয়া লাহন বরবরুয়া
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nitul Kumar Gogoi. Continuity and Change Among the Ahom. Concept Publishing Company, 1 January 2006. pg. 9