জীবভূগোল বিদ্যা অনুসারে ভূ-সেতু হলো জলভাগ দ্বারা বিচ্ছিন্ন দুটি ভিন্ন স্থলভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী এক ধরনের স্থলসন্ধি বা আরো প্রশস্ত কোনো স্থল সংযোগ, যার উপর দিয়ে প্রাণী এবং উদ্ভিদ নব্য স্থলভাগে পার হয়ে যেতে পারে এবং বংশ বিস্তার লাভ করে নব্য-যুগ ও পরিবর্তনের সূচনা করে।