মারিদ
মারিদ (আরবি: مارد mārid) হল ইসলামী অনুশীলনে এক ধরণের শক্তিশালী শয়তান। আরবি ভাষায় "মারিদ" শব্দটি "বিদ্রোহী" অর্থ বহন করে, যা এই অতিপ্রাকৃত সত্ত্বাগুলির প্রতি প্রয়োগ করা হয়।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]'Mārid' শব্দটি m-r-d (مرد) মূল থেকে এসেছে, যার প্রাথমিক অর্থ হলো 'অবাধ্য' বা 'বিদ্রোহী'। ইবনে মানযুর কর্তৃক সংকলিত ধ্রুপদী আরবির বিশ্বকোষীয় অভিধান 'লিসান আল-আরব' এই মূলের সাধারণ অর্থই স্বীকৃতি দেয়। কুরআনেও এটি একটি বিশেষণ হিসেবে মন্দ আত্মাদের বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে (আস-সাফফাত, ৩৭:৭), যেখানে "প্রতিটি বিদ্রোহী শয়তানের বিরুদ্ধে রক্ষাকবচ" (আরবি: شيطان مارد, রোমানাইজড: shayṭān mārid) বলা হয়েছে। একই সেমেটিক মূল থেকে হিব্রু 'বিদ্রোহ' (হিব্রু: מרד, রোমানাইজড: mɛrɛḏ) এবং 'বিদ্রোহী' (হিব্রু: מוֹרֵد, রোমানাইজড: moreḏ) শব্দগুলো এসেছে।[১]
আধুনিক লিখিত আরবি অভিধানে দ্বিতীয় অর্থ হিসেবে 'দানব' এবং 'রাক্ষস' (ফার্সি: دیو, রোমানাইজড: div) পাওয়া যায়। লেনের আরবি-ইংরেজি অভিধানে একটি উৎস উল্লেখ করা হয়েছে যেখানে এটিকে "সবচেয়ে শক্তিশালী শ্রেণীর একটি মন্দ জিন" হিসাবে বলা হয়েছে। তবে এই পার্থক্য সর্বজনীন নয়। উদাহরণস্বরূপ, 'আরব্য রজনী'র (হাজার এক রাত) ম্যাকনাটেন সংস্করণে 'marid' এবং 'ifrit' শব্দগুলো একে অপরের সমার্থক হিসেবে ব্যবহৃত হতে দেখা যায় (যেমন, 'জেলের কাহিনী')।[২]
কনস্টান্টিন জিরেসেক বিশ্বাস করতেন যে 'mārid' গ্রীক শব্দ Μαρδαϊται (Mardaitai) থেকে এসেছে যা আরব-বাইজেন্টাইন যুদ্ধগুলোর লুটেরা ভাড়াটে সৈন্যদের বোঝাতো। এর নামানুসারেই আলবেনীয় গোত্র মিরদিতার নামকরণ হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Manzur, Ibn। "Lisan al-'arab (entry for m-r-d)"। পৃষ্ঠা 5376।
- ↑ Mac Naghten, Sir William Hay, সম্পাদক (১৮৩৯)। Alif Laila। 1। Calcutta: W. Thacker and Co। পৃষ্ঠা 20।
- ↑ Jireček, Konstantin (১৮৭৯), Die Handelsstrassen und Bergwerke von Serbien und Bosnien während des Mittelalters, পৃষ্ঠা 16