Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

মৌখিক ব্যবস্থাপনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌখিক ব্যবস্থাপনা
ট্যাবলেটের জন্য মৌখিক ব্যবস্থাপনা
অন্য নামPer os (PO)
একটি ডামিকে মৌখিক ঔষুধ কীভাবে দেওয়া যায়; মেডিক্যাল পেশায় বর্ণনা করা হচ্ছে।
তরল গ্রহণের সময় মৌখিক ব্যবস্থাপনা

মৌখিক ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনারই একটি পথ; যেখানে পদার্থ মুখ দিয়ে গ্রহণ করা হয়। মুখের মাধ্যমে যে ঔষুধ গ্রহণ করা হয় তাকে সংক্ষেপিতভাবে Per os (P.O.) নামেও ডাকা হয়। অনেক ঔষুধ মুখ দিয়ে গ্রহণ করা হয়; যাতে করে ঔষুধের একটা সুশৃঙ্ক্ষল পদ্ধতিগত প্রভাব পরে এবং উদাহরণস্বরুপ রক্ত প্রবাহের মাধ্যমে তা শরীরের বিভিন্ন স্থানে পৌঁছায়।[]

পরিভাষা

[সম্পাদনা]

"Per os" (/ˌpɜːrˈs/; P.O.) হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আগত একটি adverbial phrase; যার অর্থ "উন্মুক্ত হওয়া" অথবা "উন্মুক্ত হওয়ার পথ"। এই অভিব্যক্তি ঔষুধ মুখের মাধ্যমে গ্রহণ করার সময় ব্যবহৃত হয়। এই সংক্ষেপিত শব্দ P.O মেডিক্যাল প্রেসক্রিপশনে ব্যবহৃত হয়।

পর্যবেক্ষণ

[সম্পাদনা]

মৌখিক ব্যবস্থাপনা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার অংশ; যেখানে দেখা যায়

শরীরের ভিতর যে ঔষুধ নেওয়া হয় তা বিভিন্ন রকম হতে পারে; যেমনঃ[]

  • ট্যাবলেট যা পানিযোগে গলাধঃকরণ করা হয়, চিবানো হয় অথবা পানির নিচে রাখা হয়।
  • ক্যাপসুল অথবা চিবানোযুক্ত ক্যাপসুল
  • পাউডার
  • ড্রপ
  • তরল ঔষুধ অথবা সিরাপ।

সহজ পদ্ধতি

[সম্পাদনা]

ট্যাবলেট এবং ক্যাপসুল গলাধঃকরণ করার সময় আনুষঙ্গিক উপাদান হিসেবে পানি গ্রহণ করা হয়। যাতে সহজে ঔষুধ শরীরে প্রবেশ করতে পারে।[] যদি ট্যাবলেটের স্বাদ, গন্ধ ভালো না হয়; তাহলে সেক্ষেত্রে পানি সহযোগে ঔষুধ গলাধঃকরণ করাই অধিকতর শ্রেয়।[] যেসমস্ত ঔষুধ দাঁতের জন্য ক্ষতিকর; সেসব ঔষুধ নলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Institute for Quality and Efficiency in Health Care। "Oral medications"Informed Health Online। Institute for Quality and Efficiency in Health Care। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৩ 
  2. TheFreeDictionary > oral administration of medication Citing: Mosby's Medical Dictionary, 8th edition. 2009

টেমপ্লেট:Dosage forms