Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

সা (আরবি বর্ণ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সা
ফিনিশীয়সা
হিব্রু
-
আরামাইকসা
সিরীয়
-
আরবি
ث
ধ্বনিমূলক প্রতীকθ (t, s)
বর্ণমালায় অবস্থান২৩
সংখ্যাগত মান৫০০
Alphabetic derivatives of the Phoenician
গ্রিক-
লাতিন-
সিরিলীয়-
সা
ث
ব্যবহার
লিখনপদ্ধতিআরবি লিপি
ধরনআবজাদ
উৎপত্তির ভাষাআরবি ভাষা
উচ্চারণ ব্যবহারθ
বর্ণমালায় অবস্থান
ইতিহাস
ক্রমবিকাশ
  • ث
অন্যান্য
লেখার দিকডান থেকে বাম
আরবি উপভাষাসমূহে "ت" এর উচ্চারণ প্রকৃতি।

সা বা থা (ث) হচ্ছে ফিনিশীয় লিপির বাইশটি অক্ষরের বাইরে ব্যবহৃত আরবি বর্ণমালার অতিরিক্ত ৬টি অক্ষরের একটি (অন্যগুলো হলো খ্বা, যাল, দ্বাদ, য্বা, গ্বাইন)। আধুনিক প্রমিত আরবি ভাষায় এটি [θ] উচ্চারণটি প্রকাশ করে, যা বাংলা "থ্" উচ্চারণের (যেমন- "থাকতো", "থাবা") অত্যন্ত নিকটবর্তী হলেও অনুরূপ নয়। ফারসি, উর্দু এবং কুর্দি ভাষায় এটি বাংলা "স্" উচ্চারণ (যেমন- "স্নান") প্রকাশ করে।

এটি এর নাম ও আকৃতির দিক থেকে আরবি "(ت)" (তা) এর একটি বিশেষ রূপ। এটির সংখ্যাগত মান ৫০০।

আরবি ث অক্ষরটিকে ثَاءْ সাʾ নামকরণ করা হয়েছে। শব্দে এর অবস্থানের উপর ভিত্তি করে একে বেশকিছু উপায়ে লেখা যায়:

শব্দের মধ্যে অবস্থান: পৃথক শেষে মধ্যে শুরুতে
গ্লিফ রুপ:
(সাহায্য)
ث ـث ـثـ ثـ

তথ্যসূত্র

[সম্পাদনা]