Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

স্মার্টফোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একজন ব্যক্তি স্যামসাং গ্যালাক্সি এস ৩ মডেলের স্মার্টফোন ব্যবহার করছেন

স্মার্টফোন হলো হাতের মোবাইল কম্পিউটিং যন্ত্র। ফিচার ফোনের সাথে তাদের পার্থক্য হলো, তাদের তুলনামূলক বেশি শক্তিশালী হার্ডওয়্যার সক্ষমতা এবং বিস্তৃত মোবাইল অপারেটিং সিস্টেম, যেগুলো মূল সুবিধা যেমন ফোন কল, বা টেক্সট বার্তার সাথে সাথে আরও বেশি সফটওয়্যার, ইন্টারনেট (ওয়েব ব্রাউজিং সহযোগে), এবং মাল্টিমিডিয়া সুবিধা (ক্যামেরা, মোবাইল গেমিং) ইত্যাদি প্রদান করে। স্মার্টফোনে অনেকগুলো সেন্সর রয়েছে এবং তারবিহীন যোগাযোগও সমর্থন করে যন্ত্রগুলো।

প্রথমদিকে স্মার্টফোনগুলোর মূল লক্ষ্য ছিলো এন্টারপ্রাইজ মার্কেট, যেগুলো পার্সোনাল ডিজিটাল এসিসট্যান্টের সুবিধাসমূহ মুঠোফোনে আনতে চাচ্ছিলো। ২০০০ এ, ব্ল্যাকবেরি, নকিয়ার সিম্বিয়ান প্ল্যাটফর্ম, এবং উইন্ডোজ ফোন জনপ্রিয়তা পেতে শুরু করে। ২০০৭ সালে আইফোন মুক্তির পর থেকেই স্মার্টফোনগুলোতে পরিবর্তন আসতে থাকে, যার মধ্যে আছে বড় টাচ সেন্সিটিভ স্ক্রিন, মাল্টি টাচ জেসচার, মোবাইল এপ্লিকেশন ডাউনলোডের সুবিধাসহ আরও অনেককিছু।

২০১২ সালের তৃতীয়ার্ধে জানা যায়, বিশ্বব্যাপী ১০০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।[] ২০১৩ সালের শুরুর দিকে স্মার্টফোনের এ জনপ্রিয়তায় ফিচার ফোনের বাজার ছোট হতে থাকে। []

ইতিহাস

[সম্পাদনা]

আইবিএম সাইমন ছিল প্রথম স্মার্টফোন।

আইবিএম সাইমন

সিম্বিয়ান

[সম্পাদনা]

এরিকসন আর৩৮০ ছিল প্রথম স্মার্টফোন যেখানে সিমবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল।

পাম, উইন্ডোজ ও ব্ল্যাকবেরি

[সম্পাদনা]

আইফোন

[সম্পাদনা]

২০০৭ সালে অ্যাপল প্রথম আইফোন বাজারে ছাড়ে।


2004 সালে আইফোনের বিকাশ শুরু হয়েছিল, যখন অ্যাপল অত্যন্ত গোপনীয় "প্রজেক্ট পার্পল"-এ কাজ করার জন্য হার্ডওয়্যার প্রকৌশলী টনি ফ্যাডেল, সফ্টওয়্যার প্রকৌশলী স্কট ফরস্টল এবং ডিজাইন ইঞ্জিনিয়ার স্যার জোনাথন ইভের নেতৃত্বে ১০০০ কর্মচারীর একটি দল সংগ্রহ করতে শুরু করে।

অ্যাপলের সিইও স্টিভ জবস একটি ট্যাবলেট (যা অ্যাপল অবশেষে আইপ্যাড আকারে পুনরায় দেখা) থেকে একটি ফোনের দিকে মূল ফোকাস নিয়ে যান। অ্যাপল সেই সময়ে সিঙ্গুলার ওয়্যারলেস (যা AT&T মোবিলিটি হয়ে ওঠে) এর সাথে গোপন সহযোগিতার সময় ডিভাইসটি তৈরি করেছিল - ত্রিশ মাসে ১৫০ মিলিয়ন ডলারের আনুমানিক বিকাশ ব্যয়ে। আইফোনে একটি সাধারণ আধুনিক স্মার্টফোনের বেশিরভাগ হার্ডওয়্যার অংশ থাকে। কিছু হার্ডওয়্যার উপাদান, যেমন 3D টাচ এবং ট্যাপটিক ইঞ্জিন, আইফোনের জন্য অনন্য। আইফোনের প্রধান হার্ডওয়্যার হল টাচস্ক্রিন, বর্তমান মডেলগুলি 4.7 ইঞ্চি এবং তার চেয়ে বড় স্ক্রিন অফার করে। ডিভাইসটিতে একটি প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপিক সেন্সর, ম্যাগনেটোমিটার, ফেসিয়াল রিকগনিশন সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যারোমিটারের মতো সেন্সরগুলির একটি পরিসর অন্তর্ভুক্ত রয়েছে৷

সমস্ত আইফোনে একটি পিছন-মুখী ক্যামেরা, এবং একটি সামনের-মুখী ক্যামেরা iPhone 4 থেকে সমস্ত মডেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। iPhone 7 Plus আইফোনের পিছনের-মুখী ক্যামেরায় একাধিক লেন্স চালু করেছে।

অ্যান্ড্রয়েড

[সম্পাদনা]
অ্যান্ড্রয়েড স্মার্টফোন

অ্যান্ড্রয়েড (অপারেটিং সিস্টেম) একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যা বিভিন্ন মুক্ত সোর্স প্রজেক্টের ওপর ভিত্তি করে তৈরি। একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার এই প্ল্যাটফর্মের ওপর তৈরি ফোনের সোর্সকোড প্রবেশাধিকার রাখে। সহজ কথায় একজন ডেভেলপার চাইলে ইন্টারফেস নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ছোটখাটো কাজ করে প্ল্যাটফর্মের ভালোমন্দ নির্ধারণে সাহায্য করতে পারে। গুগলের অ্যান্ড্রয়েড মুক্ত সোর্স হিসেবে থাকায় বড় বড় কোম্পানিসমূহ (ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স) তাদের হার্ডওয়্যার ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে। ফলে গুগলের অ্যান্ড্রয়েড দ্রুত ছড়িয়ে পড়ছে ও জনপ্রিয়তা বাড়ছে।

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অনেক সুবিধা রয়েছে

জীবন কাল

[সম্পাদনা]

২০১০-এর দশকের দ্বিতীয়ার্ধ থেকে প্রকাশিত মোবাইল ফোনগুলিতে, কার্যক্ষম জীবনকাল সাধারণত অন্তর্নির্মিত ব্যাটারির দ্বারা সীমিত থাকে যা বিনিময়যোগ্য হওয়ার জন্য ডিজাইন করা হয়নি। ব্যাটারির আয়ু নির্ভর করে চালিত ডিভাইসের ব্যবহারের তীব্রতার উপর, যেখানে ক্রিয়াকলাপ (দীর্ঘ ব্যবহার) এবং আরও শক্তির দাবি করা কাজগুলি আগে ব্যাটারি শেষ হয়ে যায়।

লিথিয়াম-আয়ন এবং লিথিয়াম-পলিমার ব্যাটারি, যেগুলি সাধারণত পোর্টেবল ইলেকট্রনিক্সকে চালিত করে, অতিরিক্ত চার্জ এবং গভীর ডিসচার্জ চক্রের কারণে আরও বেশি পরিধান করে এবং যখন ক্ষয় হওয়ার সময় বর্ধিত সময়ের জন্য অব্যবহৃত হয়, যেখানে স্ব-নিঃসরণ ক্ষতিকারক গভীরতার দিকে নিয়ে যেতে পারে। স্রাব

মোবাইল ফোনের কার্যকরী জীবনকাল সফ্টওয়্যার আপডেট সমর্থনের অভাবের কারণে সীমিত হতে পারে, যেমন শংসাপত্র কর্তৃপক্ষের দ্বারা TLS সাইফার স্যুটগুলির অবচয়, আগের ডিভাইসগুলির জন্য কোনও অফিসিয়াল প্যাচ সরবরাহ করা হয়নি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Don Reisinger (অক্টোবর ১৭, ২০১২)। "Worldwide smartphone user base hits 1 billion"CNet। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০১৩ 
  2. "Smartphones now outsell 'dumb' phones"3 News NZ। এপ্রিল ২৯, ২০১৩। আগস্ট ১, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৩ 
  3. "Alliance Members"Open Handset Alliance। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১১