Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

হাওড়া জংশন রেলওয়ে স্টেশন

স্থানাঙ্ক: ২২°৩৪′৫৮″ উত্তর ৮৮°২০′৩৪″ পূর্ব / ২২.৫৮২৮৭০৯° উত্তর ৮৮.৩৪২৮১১২° পূর্ব / 22.5828709; 88.3428112
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাওড়া জংশন
ভারতীয় রেল ও কলকাতা শহরতলি রেলের স্টেশন
হুগলি নদী থেকে হাওড়া স্টেশনের দৃশ্য
অবস্থানহাওড়া - ৭১১১০১, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২২°৩৪′৫৮″ উত্তর ৮৮°২০′৩৪″ পূর্ব / ২২.৫৮২৮৭০৯° উত্তর ৮৮.৩৪২৮১১২° পূর্ব / 22.5828709; 88.3428112
উচ্চতা১০ মিটার (৩৩ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনহাওড়া–দিল্লি প্রধান লাইন
হাওড়া-গয়া-দিল্লি লাইন
হাওড়া–নাগপুর–মুম্বই লাইন
হাওড়া-চেন্নাই প্রধান লাইন
হাওড়া-নতুন জলপাইগুড়ি লাইন
প্ল্যাটফর্ম২৩
রেলপথ২৬
সংযোগসমূহহাওড়া মেট্রো স্টেশন
রিক্সা, বাস, নৌকা, ট্যাক্সি
নির্মাণ
পার্কিংউপলব্ধ
অন্য তথ্য
স্টেশন কোডHWH
অঞ্চল পূর্ব রেল
বিভাগ হাওড়া
ইতিহাস
চালু১৮৫৪; ১৭১ বছর আগে (1854)
বৈদ্যুতীকরণ১৯৫৪; ৭১ বছর আগে (1954)[]
আগের নামইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি
অবস্থান
মানচিত্র
১৮৫৪ সালের ১৫ আগস্ট পূর্ব ভারতে প্রথম রেলচলাচলের স্মৃতিফলক
হাওড়া স্টেশনের বিখ্যাত বড় ঘড়ি

হাওড়া রেলওয়ে স্টেশন (হাওড়া জংশন বা অনানুষ্ঠানিকভাবে হাওড়া স্টেশন নামেও পরিচিত) হল একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশন

হাওড়া হল কলকাতা মেট্রোপলিটন এলাকা এবং এর যমজ শহর কলকাতা পরিষেবা প্রদানকারী ছয়টি আন্তঃনগর ট্রেন স্টেশনগুলির মধ্যে একটি, অন্যগুলি হল শিয়ালদহ, ডানকুনি জংশন, সাঁতরাগাছি, শালিমার এবং কলকাতা রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে প্রথম পাবলিক ট্রেনটি ১৫ই আগস্ট ১৮৫৪-এ ছিল, যা এখন হাওড়া - হুগলি মেন লাইন। বর্তমানে প্রায় ৬০০টি যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্য দিয়ে যায় যা দৈনিক ভিত্তিতে এক মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দেয়। উপরন্তু, এর ২৩টি প্ল্যাটফর্ম ব্যবহার করে, এটি মোট ২৫২টি । মেল এক্সপ্রেস ট্রেন, প্রতিদিন ৫০০টি শহরতলির। ২৩টি প্ল্যাটফর্মের মধ্যে ১০টি ২৪টির বেশি কোচের ট্রেনের জন্য যথেষ্ট দীর্ঘ। ভারতীয় রেলওয়ে বছরের জন্য পণ্য এবং পার্সেল ট্রেনগুলিও এখানে উৎপন্ন হয় এবং শেষ হয়। হাওড়া-বর্ধমান মেইন লাইন হল সবচেয়ে ব্যস্ত লাইন যা এই স্টেশনকে সংযুক্ত করে।

পরিসংখ্যান

[সম্পাদনা]
  • হলটিং ট্রেন সংখ্যা: ২২
  • প্রারম্ভকারী ট্রেন সংখ্যা: ১২৪
  • অন্তকারী ট্রেন সংখ্যা: ১২২

বিশেষ প্রারম্ভকারী ট্রেন পরিসংখ্যান

[সম্পাদনা]
  • এসি সুপারফাস্ট - ৩
  • অন্ত্যোদয় - ১
  • দুরন্ত - ৪
  • গরিব রথ - ১
  • হামসফর - ২
  • জনশতাব্দী - ৩
  • রাজধানী - ২
  • শতাব্দী - ৪
  • সুবিধা - ১

প্লাটফর্ম তথ্য

[সম্পাদনা]

প্লাটফর্ম নং ১ থেকে ১৪ নং পর্যন্ত পুরাতন টার্মিনাসের এবং ১৭ নং থেকে ২৩ নং পর্যন্ত নতুন টার্মিনাসের অন্তর্গত। নিচে প্লাটফর্ম নম্বরের পাশে সেই প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্য দেওয়া হলো :

  1. বোলপুর
  2. জিয়াগঞ্জ-আজিমগঞ্জ
  3. N/A
  4. N/A
  5. কাটিহার
  6. সিউড়ি
  7. বালুরঘাট , অমৃতসর , গয়া , মালদা
  8. দেরাদুন , জম্মু , পাটনা , ডিব্রুগড় , রাক্সাউল , যশবন্তপুর , নিউ জলপাইগুড়ি , ধানবাদ
  9. গোয়ালিয়র , মথুরা , যোধপুর , মুজাফ্ফরপুর , কালকা , মুম্বাই , দিল্লী , গুয়াহাটি , ইন্দোর , বিকানের , গান্ধীধাম
  10. রাঁচি , শ্রী গঙ্গানগর , এলাহাবাদ
  11. কাঠগোদাম , রামপুরহাট , হরিদ্বার , দ্বারভাঙা
  12. আসানসোল , লালকুঁয়া , বোলপুর , জয়সালমীর
  13. জামালপুর , জব্বলপুর
  14. রিলে প্লাটফর্ম
  15. N/A
  16. N/A
  17. টাটানগর
  18. রাঁচি
  19. পুরী, টিলাগড়
  20. মুম্বই
  21. পুনে
  22. চেন্নাই
  23. দীঘা, পুরী

বিমানবন্দরের সাথে সংযোগ

[সম্পাদনা]

এই স্টেশনের সাথে কোনো সরাসরি রেল যোগাযোগ বিমানবন্দরের সাথে নেই। তবে মেট্রো রেলওয়ের কাজ চলছে।

সড়কপথে বাতানুকূল পরিষেবা রয়েছে। বাস নম্বর AC40। সেন্ট্রাল এভিনিউ , দমদম পার্ক হয়ে বিমানবন্দর যায়।

এছাড়া সাধারণ লোকাল বাস ৩০বি/১ রয়েছে। মানিকতলা , সুভাষ মোর , নাগেরবাজার হয়ে বিমানবন্দর যায়। (বর্তমানে এই বাস পরিষেবা উপলব্ধ নেই)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "[IRFCA] Indian Railways FAQ: Electric Traction - I"। Irfca.org। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১৩