প্রবাদ
অবয়ব
প্রবাদ বা প্রবচন হচ্ছে সরল এবং বাস্তব উক্তি যা জনগণের মধ্যে বহুল প্রচলিত। এটি সাধারণ জ্ঞান কিংবা মানবসমাজের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সত্যকে তুলে ধরে।
উক্তি
[সম্পাদনা]- একটি ভাষার প্রবাদ-প্রবচন সে ভাষার একান্ত নিজস্ব সম্পদ। এই সম্পদ হস্তান্তর করা যায় না।
- সূত্র: প্রবাদ-প্রবচনের পেছনের গল্প। ফরহাদ খান। প্রথম আলো। ১২ এপ্রিল ২০১৯।
- প্রবাদগুলো একটি ক্ষেত্রে বাগ্ধারার চেয়ে বেশি শক্তি রাখে। প্রবাদগুলো অতীত ইতিহাস ও পরিবর্তিত সমাজের সাক্ষ্য দেয়। এগুলোর মধ্যে লুকিয়ে থাকে মানুষের দীর্ঘদিনের জীবন-অভিজ্ঞতা ও জীবন-দর্শন।
- সূত্র: বাংলা প্রবাদের মধ্যে যেভাবে লুকিয়ে আছে সমাজ–ইতিহাস। তারিক মনজুর। প্রথম আলো। ১৪ এপ্রিল ২০২৩।
আরও দেখুন
[সম্পাদনা]উইকিঅভিধানে বিষয়শ্রেণী:বাংলা প্রবাদ শব্দটি খুঁজুন।