ইয়াকুব
সমাধি | পিতৃকুলপতিদের গুহা, হিব্রোণ |
---|---|
অন্যান্য নাম | বাইবেলীয়: যাকোব ইব্রীয়: יַעֲקֹב ইব্রীয়: יִשְׂרָאֵל ধ্রুপদী আরবি: إِسْرَآءِيل আধুনিক প্রমিত আরবি: إِسْرَآئِيل |
দাম্পত্য সঙ্গী | রাহেল, লেয়া |
সন্তান | ইউসুফ, বিনিয়ামীন এবং আরও ১০জন |
পিতা-মাতা | ইসহাক রিবিকা |
ইয়াʿকুব (ইংরেজি: Jacob; হিব্রু ভাষায়: יַעֲקֹב, Yaʿakov; প্রাচীন গ্রিক: Ἰακώβ, Iakōb; আরবি: يَعْقُوب, প্রতিবর্ণীকৃত: Yaʿqūb), ইসরাঈল নামেও পরিচিত (হিব্রু ভাষায়: יִשְׂרָאֵל; আধুনিক: Yiśrāʾēl; সপ্ততি গ্রিক ভাষায়: Ἰσραήλ Israēl; আরবি ভাষায়: إِسْرَائِيل), হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে, তিনি ছিলেন একজন নবী।[১] তার গোত্রের নাম ছিল বনী ইসরাঈল। বনী ইসরাঈল নামে কোরআনে একটি সূরা নাযিল হয়েছে।
জীবনী
[সম্পাদনা]পারিবারিক জীবন
[সম্পাদনা]ইয়াকুব এর বার জন পুত্র-সন্তানের কথা কোরাআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলে বার জন পুত্র-সন্তান ও কয়েক জন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকেরই সন্তান-সম্ভতি হয় এবং বংশ বিস্তার লাভ করে। হিব্রু বাইবেল অনুসারে তাদের নাম হলঃ রেউবেন, সিমোন, লেভি, জুদাহ(ইয়াহুদা), দান, নাফতালি, গাদ, আশের, ইসসাচার, জেবুলুন, মেয়ে দিনাহ, জোসেফ বা ইউসুফ, এবং বেনজামিন বা বেনিয়ামিন। তার উপাধি ছিল ইসরাঈল । তাই বারটি পরিবার সবাই বনী-ইসরাঈল নামে খ্যাত হয়। বারপুত্রের মধ্যে দশ জন জ্যেষ্ঠপুত্র ইয়াকুব এর প্রথমা স্ত্রী "লাইয়্যা বিন্তে লাইয়্যানের" গর্ভে জন্মলাভ করে। তার মৃত্যুর পর ইয়াকুব লাইয়্যার ভগিনী "রাহীলকে" বিবাহ করেন। রাহীলের গর্ভে দু'পুত্র ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই ইউসুফ এর একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট দশ জন বৈমাত্রেয় ভাই ও কয়েক জন বোন। ইউসুফ জননী রাহীলও বেনিয়ামিনের জন্মের পর মৃত্যুমুখে পতিত হন।[২]
বাইবেল অনুযায়ী বংশতালিকা
[সম্পাদনা]তেরহ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সারা[৩] | অব্রাহাম | হাগার | হারণ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নাহোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইশ্মায়েল | মিল্কা | লোট | যিষ্কা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইশ্মায়েলীয় | ৭ পুত্র[৪] | বথূয়েল | ১ম কন্যা | ২য় কন্যা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইস্হাক | রিবিকা | লাবন | মোয়াবীয় | অম্মোনীয় | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এষৌ | যাকোব | রাহেল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিল্হা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইদোমীয় | সিল্পা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১. রূবেণ ২. শিমিয়োন ৩. লেবি ৪. যিহূদা ৯. ইষাখর ১০. সবূলূন দীণা (কন্যা) | ৭. গাদ ৮. আশের | ৫. দান ৬. নপ্তালি | ১১. যোষেফ ১২. বিন্যামীন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যাকোব | লেয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেবি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোন | কহাৎ | মরারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লিব্নি | শিমিয়ি | যিষ্হর | হিব্রোণ | উষীয়েল | মহলি | মূশি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যোকেবদ | অম্রম | মীশায়েল | ইল্সাফন | সিথ্রি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মরিয়ম | হারোণ | মোশি | সিপ্পোরা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোম | ইলীয়েষর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Wells, John C. (১৯৯০)। Longman pronunciation dictionary। Harlow, England: Longman। পৃষ্ঠা 381। আইএসবিএন 0-582-05383-8। entry "Jacob"
- ↑ মারেফুল কোরআন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ ডিসেম্বর ২০১০ তারিখে, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শাফী' , অনুবাদঃ মাওলানা মুহিউদ্দন খান, সূরা ইউসুফ পৃষ্ঠা- ৬৫৪।
- ↑ Genesis 20:12: Sarah was the half–sister of Abraham.
- ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিসংকলনে পাঠ্য:
- “Jacob,” a poem by Arthur Hugh Clough
- "Jacob"। The New Student's Reference Work। ১৯১৪।
- "Jacob"। কলিয়ার নিউ এনসাইক্লোপিডিয়া। ১৯২১।