চেক প্রথম লিগ
স্থাপিত | ১৯৯৩[১] |
---|---|
দেশ | চেক প্রজাতন্ত্র |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ১৬ |
লিগের স্তর | ১ |
অবনমিত | চেক জাতীয় ফুটবল লিগ |
ঘরোয়া কাপ | চেক কাপ |
আন্তর্জাতিক কাপ | |
বর্তমান চ্যাম্পিয়ন | স্লাভিয়া প্রাহা (৬ষ্ঠ শিরোপা) (২০১৯–২০) |
সর্বাধিক শিরোপা | স্পার্তা প্রাহা (১২টি শিরোপা) |
সর্বাধিক ম্যাচ | দাভিদ লাফাতা (৩৮৯) |
শীর্ষ গোলদাতা | দাভিদ লাফাতা (১৯৮) |
সম্প্রচারক | সিটি, ও২ |
ওয়েবসাইট | en |
২০১৯–২০ চেক প্রথম লিগ |
চেক প্রথম লিগ (এছাড়াও ফর্চুনা লিগা নামেও পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি চেক পেশাদার লিগ,[২] যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই লিগটি চেক ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। চেক প্রজাতন্ত্র ফুটবল এসোসিয়েশন দ্বারা পরিচালিত চেক প্রথম লিগে সর্বমোট ১৬টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং পয়েন্ট তালিকার নিচের দলটি চেক জাতীয় ফুটবল লিগে অবনমিত হয়।
চেক প্রথম লিগের প্রতিটি মৌসুমের নিয়মিত পর্বে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। নিয়মিত মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল চ্যাম্পিয়নশিপ পর্বে প্রবেশ করে এবং নিচের দিকের ৬টি দল অবনমন পর্বে প্রবেশ করে, যেখানে প্রতিটি ক্লাব নিজের পর্বের ক্লাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলে। অবনমন পর্ব শেষে, পয়েন্ট তালিকার সর্বশেষ দলটি স্বয়ংক্রিয়ভাবে চেক ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, চেক জাতীয় ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল স্বয়ংক্রিয়ভাবে চেক প্রথম লিগে উন্নীত হয়। অন্যদিকে, চেক প্রথম লিগের পয়েন্ট টেবিলের ১৪ এবং ১৫তম দল এবং চেক জাতীয় ফুটবল লিগের ২য় এবং ৩য় স্থান অধিকারী দল প্লে-অফে অংশগ্রহণ করে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চেক প্রথম লিগের প্রতিষ্ঠা"। thefootballstadiums। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।
- ↑ "চেক প্রথম লিগ"। livesoccertv। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- চেক ফুটবলের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- fotbal.iDNES.cz
- eFotbal.cz-এ চেক প্রথম লিগ
- লিগ৩২১.কমে – চেক প্রথম লিগের পয়েন্ট তালিকা, রেকর্ড এবং পরিসংখ্যান (ইংরেজি)
- আরএসএসএসএফ.কমে চেক প্রজাতন্ত্র – চ্যাম্পিয়নের তালিকা