তসবিহ (জপমালা)
তাসবীহ বা যপমালা একটি প্রথাগত ধর্মীয় উপাসনার বস্তু। তাসবীহ আরবি শব্দ (তাজবীহ) থেকে এসেছে (تارجاالخارجي )। সাধরনত একটা সুতার মধ্যে অনেকগুলো বোতাম বা গোটা গেঁথে তাসবীহ তৈরি হয়। অতীতে প্রাকৃতিক উপাদান বা বিভিন্ন গাছের ফল বা বীজ দিয়ে তাসবীহ তৈরি হলেও অধুনা প্লাস্টিক, পিতল, সংকর ধাতু ইত্যাদির সমন্বয়েও তাসবীহ তৈরি হতে দেখা যায়।
ব্যবহার
[সম্পাদনা]ইসলাম
[সম্পাদনা]মধ্যযুগ থেকেই আরবরা এই বস্তুটি ধমীর্য় উপাসনায় ব্যবহার করতো । মুসলমানরা এটি ব্যবহার করে এবং ইসলাম ধর্মের বিভিন্ন বাণীবাহক (নবী) ও তাদের সহচররাও (সাহাবি) এর ব্যবহার করতেন। একটি তাসবীহতে ১০০টি আলাদা আলাদা বোতাম বা গোটা থাকে, যে বোতামগুলো গুণে গুণে ব্যক্তি ঈশ্বরের (আল্লাহ) নাম যপ করেন। তবে তাসবীহতে ১০০'রও অধিক অথবা এর কম বোতামও থাকতে পারে তবে বোতামগুলো ১-১০০ পর্যন্ত পড়তে হয়। এর মধ্যে প্রতি ৩৩টি বোতাম ধরার পরে একবার থামতে হয় এবং বিসমিল্লাহির রহমানির রহীম বা পরম কুরুণাময় ও অসীম দয়ালু আল্লাহ'র নামে বলে নিয়ে আবার পড়তে হয়।
হিন্দু ধর্ম
[সম্পাদনা]হিন্দু ধর্মেও ঈশ্বরের নাম যপ করতে 'যপমালা' হিসেবে তাসবীহ ব্যবহৃত হয়ে থাকে।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Rosary of the Virgin Mary" from the Vatican website, in English and in Latin.
- "Rosary" from the Catholic Encyclopedia
- Handy PDF Downloadable Rosary Pamphlets The Traditional 15 Mysteries.
- How to recite the Holy Rosary Printer-friendly PDF document (includes prayers, bead use, mysteries) -
- PDF Rosary Downloads with Meditations Traditional 15 plus 5 Luminous Mysteries. -
- Rosary Prayer Guide: How to Pray the Rosary -
- Instructions on how to join the Rosary Confraternity, how to pray the Rosary, history -
- Guide to Making a Knot Rosary -
- Perpetual Web Rosary A continuing and interactive online Rosary -
- Come Pray the Rosary A perpetual, interactive online Rosary with video
- Ecumenical Miracle Rosary