Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
বিষয়বস্তুতে চলুন

২৭ ডিসেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

২৭ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬১তম (অধিবর্ষে ৩৬২তম) দিন। বছর শেষ হতে আরো চার দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

[সম্পাদনা]
  • ১৪৩৭ - দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন।
  • ১৭০৩ - ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি করে।
  • ১৮২৫ - ইংল্যান্ডে তৈরি বাষ্পীয় ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে।
  • ১৮৩১ - চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন।
  • ১৮৭১ - প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
  • ১৯০৬ - লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।
  • ১৯১১ - জন গণ মন, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।
  • ১৯২৮ - মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।
  • ১৯৩৯ - তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
  • ১৯৪১
    • জাপান কলকাতা ও ম্যানিলায় বোমাবর্ষণ করে।
  • ১৯৪৫
    • বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
    • ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।
    • জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল বা 'আইএমএফ'-এর কার্যক্রম শুরু হয়৷
  • ১৯৪৯ - ইন্দোনেশিয়া গঠিত হয়।
  • ১৯৫৫ - পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়। ১৯৫৪ সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
  • ১৯৬০ - জাপানের মন্ত্রীসভায় জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।
  • ১৯৭১ - মৌলভীবাজারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে[স্পষ্টকরণ প্রয়োজন] ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
  • ১৯৭৪ - বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়।
  • ১৯৭৮ - ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।
  • ১৯৭৮ - চীন থেকে প্রথম দফায় ৫০জন পণ্ডিত ওয়াশিংটনে পৌঁছেন।
  • ১৯৭৯
  • ১৯৮৫
    • ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে ১৪ জন নিহত আর ১১০ জন আহত হয়।
    • বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।
  • ২০০২ - বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহা গণ ভবনে এবং চিয়াংসু আর শানতোং প্রদেশে অনুষ্ঠিত হয়।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

সাংবত রাতাল বায়ু দিবস

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]