ব্রাহ্মণবাড়িয়া-৪
অবয়ব
ব্রাহ্মণবাড়িয়া-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
ব্রাহ্মণবাড়িয়া-৪ হল বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪৬নং আসন।
সীমানা
[সম্পাদনা]ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৬ সালের পূর্বে এই আসনটি কুমিল্লা-৪ নামে ছিল যদিও তখন কসবা - আখাউড়া নিয়ে গঠিত ছিল।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আনিসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শাহ আলম | ১,১৮,৬৯২ | ৫৮.৩ | +২২.৪ | ||
বিএনপি | মুশফিকুর রহমান | ৮২,৫৬৭ | ৪০.৬ | -৭.৭ | ||
ইসলামী আন্দোলন | মুসলেহ উদ্দিন ভূঁইয়া | ৯৭৮ | ০.৫ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | মো. নজরুল ইসলাম | ৪২৫ | ০.২ | প্র/না | ||
ইসলামিক ফ্রন্ট | মোহাম্মদ ইসহাক | ৩৪০ | ০.২ | প্র/না | ||
বিকেএ | মো. তাজুল ইসলাম আকতারী | ২৪৪ | ০.১ | প্র/না | ||
বিকল্পধারা | খন্দকার হেবজুর রহমান | ১৯০ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | শেখ মোহাম্মদ বদরুল আলম | ১০৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,১২৫ | ১৭.৭ | +৫.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,০৩,৫৪১ | ৮৫.৫ | +১৭.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মুশফিকুর রহমান | ৮১,২২৯ | ৪৮.৩ | +১৯ | ||
আওয়ামী লীগ | শাহ আলম | ৬০,৩৪০ | ৩৫.৯ | +৪.৫ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো. সেলিম | ২৫,৭৭৩ | ১৫.৩ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | দেলওয়ার হোসেন বীর প্রতীক | ৩৫৫ | ০.২ | প্র/না | ||
কেএসজেএল | মো. এনায়েত উল্লাহ খান | ২৬৫ | ০.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | খন্দকার হেবজুর রহমান | ১৩৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২০,৮৮৯ | ১২.৪ | +১১.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৮,০৯৮ | ৬৭.৮ | −৮.২ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শাহ আলম | ৪১,৬১৫ | ৩১.৪ | +৮.৫ | ||
জাতীয় পার্টি | শহীদুল হোসেন | ৪০,৯৮৯ | ৩১.০ | +১৮.৯ | ||
বিএনপি | মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ | ৩৮,৮১৫ | ২৯.৩ | -২.৫ | ||
জামায়াতে ইসলামী | কাজী নজরুল ইসলাম খাদেম | ৭,৯১৩ | ৬.০ | -৩.৪ | ||
স্বতন্ত্র | পাশা আলী | ১,০৩০ | ০.৮ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | হুমায়ূন কবির | ৭১৮ | ০.৫ | -০.২ | ||
জাকের পার্টি | হোসেন আহমেদ ভূঁইয়া | ২৯৬ | ০.২ | প্র/না | ||
গণফোরাম | শ্রী দিলীপ ভদ্র | ২৬১ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | রেজাউর রহমান | ২৪৩ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. নুরুল হক সরকার | ২৩২ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো. ফেরদৌস আকন্দ | ২১৫ | ০.২ | ০.০ | ||
স্বতন্ত্র | জাহাঙ্গীর ওসমান ভূঁইয়া | ৭৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬২৬ | ০.৫ | −৮.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৩২,৪০০ | ৭৬.০ | +২৫.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ | ৩৭,৩২৮ | ৩১.৮ | |||
আওয়ামী লীগ | সিরাজুল হক | ২৬,৮৬৭ | ২২.৯ | |||
স্বতন্ত্র | সাদেক আলী | ১৮,৪২৯ | ১৫.৭ | |||
জাতীয় পার্টি | জাহাঙ্গীর ওসমান ভূঁইয়া | ১৪,১৯৮ | ১২.১ | |||
জামায়াতে ইসলামী | কাজী নজরুল ইসলাম খাদেম | ১০,৯৯৭ | ৯.৪ | |||
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি | সুলতান শাহরিয়ার রশিদ খান | ৬,৫৫৭ | ৫.৬ | |||
ইসলামী ঐক্য জোট | হুমায়ূন কবির | ৮২৯ | ০.৭ | |||
জাকের পার্টি | মো. আব্দুল মান্নান চৌধুরী | ৭৬২ | ০.৭ | |||
বাকশাল | দিলারা বেগম | ৪৮৭ | ০.৪ | |||
স্বতন্ত্র | শাহ আলম | ৩১৯ | ০.৩ | |||
স্বতন্ত্র | মো. ফেরদৌস আকন্দ | ২৭৮ | ০.২ | |||
জাসদ (রব) | আলী আরশাদ | ২২৪ | ০.২ | |||
স্বতন্ত্র | শরীফ ইকবাল চৌধুরী | ১৫৭ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৪৬১ | ৮.৯ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৭,৪৩২ | ৫০.৪ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ব্রাহ্মণবাড়িয়া-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে ব্রাহ্মণবাড়িয়া-৪
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |