মৌলভীবাজার-৩
মৌলভীবাজার-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | মৌলভীবাজার জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
মৌলভীবাজার-৩ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৬নং আসন। ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করার পর থেকে এই আসনে কোনো সংসদ সদস্য নেই।[২]
সীমানা
[সম্পাদনা]মৌলভীবাজার-৩ আসনটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা নিয়ে গঠিত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৪ সালে মৌলভীবাজার-৩ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]সৈয়দ মহসিন আলী ২০১৫ সালের সেপ্টেম্বরে মারা যান। ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ নির্বাচন কমিশন চার প্রার্থীকে অযোগ্য ঘোষণা করলে সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সৈয়দ মহসিন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সৈয়দ মহসিন আলী | ১,৪৪,৯২১ | ৫৫.৩ | প্র/না | ||
বিএনপি | সাইফুর রহমান | ১,১২,৮৯৫ | ৪৩.১ | -৫১.২ | ||
স্বতন্ত্র | শামিম আফজাল | ১,৯৫০ | ০.৭ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | সৈয়দ আবু জাফর আহমেদ | ১,২৬৪ | ০.৫ | প্র/না | ||
বাসদ | মামুনুর রশিদ সোহেল | ৯৯৭ | ০.৪ | প্র/না | ||
জাসদ | অলিউর রহমান | ৯৭ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,০২৬ | ১২.২ | −৭৬.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,৬২,১২৪ | ৮৪.৮ | +৪৫.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০১ সালের সাধারণ নির্বাচনে সাইফুর রহমান দুটি আসনে দাড়ান: সিলেট-১ ও মৌলভীবাজার-৩। দুটি আসনে জয়ী হবার পর, তিনি সিলেট-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বর ২০০১ সালের উপ-নির্বাচনেতাঁর ছেলে নাসের রহমান নির্বাচিত হন।[১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | এম. নাসের রহমান | ১,০২,৯৮৭ | ৯৪.৩ | +৪২.৩ | |
জাতীয় পার্টি | সৈয়দ সাহাব উদ্দিন আহমদ | ৬,২০১ | ৫.৭ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৬,৭৮৬ | ৮৮.৬ | +৮২.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,০৯,১৮৮ | ৩৯.৫ | −৩৫.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | সাইফুর রহমান | ১,০৮,৫১৩ | ৫২.০ | +২.৪ | |
আওয়ামী লীগ | আজিজুর রহমান | ৯৫,৩১৯ | ৪৫.৭ | +৮.৫ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | সুলেমান খান | ৩,৯৮০ | ১.৯ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মামুনুর রশিদ | ৪৮৫ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ আব্দুল মতিল | ৩৭১ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,১৯৪ | ৬.৩ | −৬.১ | ||
ভোটার উপস্থিতি | ২,০৮,৬৬৮ | ৭৫.২ | −০.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সাইফুর রহমান | ৮৪,২৯২ | ৪৯.৬ | +২৩.০ | ||
আওয়ামী লীগ | আজিজুর রহমান | ৬৩,১৭৭ | ৩৭.২ | -৪.৯ | ||
জাতীয় পার্টি | গিয়াস উদ্দিন চৌধুরী | ১৫,১৭০ | ৮.৯ | -২০.১ | ||
জামায়াতে ইসলামী | সিরাজুল ইসলাম মোতালিব | ৩,৫৩০ | ২.১ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | জোবায়ের আহমেদ চৌধুরী | ২,২৩৭ | ১.৩ | প্র/না | ||
জাসদ | মোঃ আব্দুল হক | ৫৩৫ | ০.৩ | -১.৫ | ||
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | মোঃ আব্দুল মতিন | ৪২৭ | ০.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | নিলুফার জামান নিলা চৌধুরী | ২৫৫ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | সাঈদ উল্লাহ | ২৪৯ | ০.২ | ০.০ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | বদরুল হোসেন | ২১০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,১১৫ | ১২.৪ | −০.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৭০,০৮২ | ৭৫.৫ | +২৪.৬ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আজিজুর রহমান | ৫৫,৯৭৭ | ৪২.১ | |||
জাতীয় পার্টি | গিয়াস উদ্দিন চৌধুরী | ৩৫,৫২৮ | ২৯.০ | |||
বিএনপি | সাইফুর রহমান | ৩৫,৩৯৬ | ২৬.৬ | |||
জাসদ | মোঃ আব্দুল হক | ২,৩৪৪ | ১.৮ | |||
জাসদ (রব) | নাসির উদ্দীন চৌধুরী | ৪১৯ | ০.৩ | |||
জাকের পার্টি | ইব্রাহিম খলিল আজাদী | ২৯৭ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৪৪৯ | ১৩.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩২,৯৬১ | ৫০.৯ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মৌলভীবাজার-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৮-০৬)। "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। জাগোনিউজ২৪.কম অনলাইন। ২৩ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Statistical Report: 8th Parliament Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৮ম সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩৫৮, ৩৬৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে মৌলভীবাজার-৩